[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

দশ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারালো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪ ৪:১৪ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে হেরে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে খুইয়েছে বাংলাদেশ। দীর্ঘ দশ বছর পর ক্যারিবিয়ানদের কাছে সিরিজ হারলো টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় ভুগতে থাকা বাংলাদেশ ২২৮ রানের লক্ষ্য দিলেও তা খুব সহজেই পেরিয়ে যায় স্বাগতিকরা।

ব্যাটিং বিপর্যয়ই যেন বাংলাদেশের নিয়মিত ধারাবাহিকতা। টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। সৌম্য সরকার ও লিটন দাস দ্রুত সাজঘরে ফিরে যান। এরপর মোহাম্মদ মিরাজের আউটেও পরিস্থিতি জটিল হয়ে ওঠে। টপ অর্ডারের এই তিন ব্যাটারকে সাজঘরে ফেরান ওয়েস্ট ইন্ডিজের পেসার সিলস।

এক প্রান্ত আগলে রাখা তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিমও ৪৬ রানে থামেন। মিডল অর্ডারে জাকের আলী ও আফিফ হোসেনও বিশেষ কিছু করতে পারেননি। মাত্র ১০০ রান তুলতেই ছয় উইকেট হারায় বাংলাদেশ।

ব্যাটিং বিপর্যয়ের মাঝে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও তরুণ তানজিম হাসান সাকিব ৯২ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। সাকিব তার ক্যারিয়ার সেরা ৪৫ রান করেন। তবে তিনি চেইসের বলে আউট হলে জুটি ভেঙে যায়। মাহমুদউল্লাহ শেষ পর্যন্ত ৬২ রানে আউট হন। বাংলাদেশ ইনিংস শেষ হয় ২২৭ রানে।

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৯ রানের জুটি গড়েন উইন্ডিজ ওপেনার লুইস ও কিং। রিশাদ হোসেন লুইসকে আউট করে এই জুটি ভাঙেন। কিন্তু তারপরেও দারুণ খেলতে থাকেন ব্র্যান্ডন কিং। তিনি ৮২ রানে আউট হন নাহিদ রানা’র বলে।

শেষ পর্যন্ত সাই হোপ ও শেরফেইন রাদারফোর্ডের ব্যাটে ৩৯তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

২০১৪ সালের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রতিটি ওয়ানডে সিরিজেই জয় পেয়ে আসছিল বাংলাদেশ। তবে এবার ব্যাটিং ব্যর্থতায় সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হলো মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।

তৃতীয় ম্যাচে মান বাঁচানোর লড়াই। সিরিজ হাতছাড়া হলেও শেষ ম্যাচে জয় নিয়ে সিরিজ শেষ করার লক্ষ্য থাকবে টাইগারদের। দলের ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্স এবং বোলারদের কার্যকর ভূমিকা আশা করছে দল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর