[email protected] বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

দেশে ফিরলো জুনিয়র টাইগাররা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪ ৩:২১ পিএম

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এশিয়া কাপ ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয় করে সোমবার রাতে দেশে ফিরেছে। দুবাইয়ে ভারতের বিপক্ষে ৫৯ রানের জয়ের মাধ্যমে তারা টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা ঘরে তুলেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টায় দল অবতরণ করলে বিসিবির কর্মকর্তারা তাদের বরণ করে নেন। খেলোয়াড় ও কোচদের সম্মানে বিসিবি সংবর্ধনা ডিনারের আয়োজন করেছে। একইসঙ্গে ক্রীড়া মন্ত্রণালয় ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে।

প্রথমবার ২০২২ সালে মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে এ শিরোপা জয় হয়েছিল। এবার আজিজুল হক তামিমের দল ভারতের বিপক্ষে জয় নিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। ক্রিকেট অঙ্গনে এই সাফল্য উদযাপিত হচ্ছে বড় করেই।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশে ফিরলে শিরোপাজয়ী দলের জন্য বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক পুরস্কার ঘোষণা করা হবে বলে জানা গেছে। এই শিরোপা শুধু একটি জয় নয়; বরং দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য অনুপ্রেরণার প্রতীক।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর