[email protected] রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

এশিয়ান কাপ বাছাই

একই গ্রুপে বাংলাদেশ-ভারত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৪ ৩:৫১ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবে অনুষ্ঠিতব্য ২০২৭ সালের এশিয়ান কাপ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল দল অংশ নিচ্ছে এশিয়ান কাপ বাছাইপর্বে। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদর দপ্তরে অনুষ্ঠিত ড্র’য়ে বাংলাদেশকে গ্রুপ সি-তে পড়েছে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, হংকং এবং সিঙ্গাপুর।

এশিয়ান কাপ বাছাইপর্বের কাঠামোতে ২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ছয়টি করে ম্যাচ খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে। বাছাইপর্বটি ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত চলবে।

ড্র-এর প্রক্রিয়া ও পট বিভাজনটি ২০২৪ সালের ২৮ নভেম্বর প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ের ভিত্তিতে হয়েছে। র‌্যাংকিং অনুযায়ী বাংলাদেশ চার নম্বর পটে ছিল। গ্রুপ সি-তে বাংলাদেশের সঙ্গী ভারত এসেছে প্রথম পট থেকে, হংকং দ্বিতীয় পট থেকে এবং সিঙ্গাপুর তৃতীয় পট থেকে। ড্র অনুযায়ী, বাংলাদেশের প্রথম ম্যাচটি ২০২৫ সালের ২৫ মার্চ ভারতের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে ভারতে।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম ধাপ একত্রে অনুষ্ঠিত হয়। এশিয়া থেকে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হওয়া ১৮টি দল সরাসরি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি ছয়টি দল নির্ধারিত হবে এই ২৪ দলের বাছাইপর্ব থেকে।

বাংলাদেশের অতীত পারফরম্যান্স হিসেবে, বাংলাদেশ এখন পর্যন্ত মাত্র একবার, ১৯৮০ সালে, এশিয়ান কাপ ফুটবলে অংশগ্রহণ করেছে। এরপর আর কখনো বাছাইপর্ব পার হতে পারেনি লাল-সবুজের দল।

বাংলাদেশ দলের চ্যালেঞ্জ থাকবে এই আসরে। ভারত র‌্যাংকিং ও অভিজ্ঞতায় অনেক এগিয়ে থাকলেও, বাকি দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রয়েছে। বিশেষ করে হোম ম্যাচগুলোতে সাফল্য পেলে এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার স্বপ্ন বাস্তবায়িত হতে পারে।

বাংলাদেশ দলের জন্য এই বাছাইপর্বটি নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি নতুন ইতিহাস গড়ার সুযোগ হিসেবে দেখা দিচ্ছে।

 

বাংলাদেশের ম্যাচ সূচি (গ্রুপ সি)

২৫ মার্চ ২০২৫: ভারত বনাম বাংলাদেশ (ভারতে)

১০ জুন ২০২৫: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর (বাংলাদেশে)

৯ অক্টোবর ২০২৫: বাংলাদেশ বনাম হংকং (বাংলাদেশে)

১৪ অক্টোবর ২০২৫: হংকং বনাম বাংলাদেশ (হংকংয়ে)

১৮ নভেম্বর ২০২৫: বাংলাদেশ বনাম ভারত (বাংলাদেশে)

৩১ মার্চ ২০২৬: সিঙ্গাপুর বনাম বাংলাদেশ (সিঙ্গাপুরে)

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর