[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

রাদারফোর্ডের সেঞ্চুরিতে বাংলাদেশকে সহজেই হারালো ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৪ ৩:২৫ পিএম

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শেরফান রাদারফোর্ডের অনবদ্য সেঞ্চুরিতে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা। রোববার ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত ম্যাচে রাদারফোর্ড তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি করেন মাত্র ৮০ বলে, যেখানে ছিল ৭টি চার ও ৮টি ছক্কার মার।

২৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান দলের স্কোর যখন ৯৪-৩, তখন ক্রিজে আসেন। তিনি তার ক্যারিশম্যাটিক ইনিংসে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়ে আউট হন। ১১৩ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন রাদারফোর্ড।

টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসান (৬০) এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজের (৭৪) দারুণ শুরুতে দল শক্ত ভিত পায়। পরবর্তীতে মাহমুদউল্লাহর অপরাজিত ৫০ এবং জাকার আলীর ৪৮ রানের ইনিংস বাংলাদেশকে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রানের সম্মানজনক সংগ্রহ এনে দেয়।

জবাবে, ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল বেশ চ্যালেঞ্জিং। ৯৪ রানে তিন উইকেট হারানোর পর, শেরফান রাদারফোর্ড এবং অধিনায়ক শাই হোপের (৮৬) ৯৯ রানের পার্টনারশিপ দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়।

মিরাজের বলে জাকার আলীর হাতে ক্যাচ দিয়ে আউট হন হোপ। তবে রাদারফোর্ড তার আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান এবং জাস্টিন গ্রেভসের (৪১ অপরাজিত) সঙ্গে ৯৫ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয় এনে দেন।

ম্যাচ জয়ের পর রাদারফোর্ডের ইনিংস প্রসঙ্গে ক্যাপ্টেন হোপ বলেন, "আমি মনে করি সে তার ব্যাটিংয়ে দারুণ উন্নতি করেছে। আমরা সবসময় ধারাবাহিকতার কথা বলি, এবং সে তা দেখিয়েছে। সে বলটিকে দারুণভাবে আঘাত করে এবং কঠোর পরিশ্রমের ফল মাঠে পাচ্ছে। তবে ম্যাচ শেষ করতে না পারায় সে কিছুটা হতাশ।"

সংক্ষিপ্ত ফলাফল:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৪/৬ (মিরাজ ৭৪, তানজিদ ৬০, মাহমুদুল্লাহ ৫০*, জাকের ৪৮, শেফার্ড ৩/৫১) 

ওয়েস্ট ইন্ডিজ: ৪৭.৪ ওভারে ২৯৫/৫ (রাদারফোর্ড ১১৩, হোপ ৮৬, গ্রেভস ৪১*, রিশাদ ১/৪৯, সৌম্য ১/২৪)

ফল : ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। বাংলাদেশের জন্য বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জিং হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর