[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৪ ৬:৫০ পিএম

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, "এই অর্জন বাংলাদেশের ক্রিকেটের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আশা করি, তরুণরা এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং দেশের জন্য আরও বড় সাফল্য এনে দেবে।"

ফাইনালে টস জিতে ভারত বাংলাদেশকে ব্যাট করতে পাঠায়। ৪৯.১ ওভারে ১৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে, ভারতের যুব দল ৩৫.২ ওভারে মাত্র ১৩৯ রানে গুটিয়ে যায়। নিয়ন্ত্রিত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের মাধ্যমে ম্যাচটি নিজেদের করে নেয় বাংলাদেশ। দলের হয়ে মোহাম্মদ ইমন ও আজিজুল হাকিম তামিম তিনটি করে উইকেট নেন।

২০২৩ সালেও একই ভেন্যুতে প্রথমবারের মতো এশিয়া কাপ শিরোপা জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার ভারতকে হারিয়ে সেই গৌরবের ধারাবাহিকতা ধরে রেখেছে তারা।

এই জয়ে সারা দেশে আনন্দের বন্যা বইছে। দেশবাসীর সঙ্গে তরুণ ক্রিকেটারদের এ ঐতিহাসিক অর্জনের সঙ্গী হওয়ার জন্য ক্রীড়া উপদেষ্টাও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর