[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৪ ৬:১৮ পিএম
আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১:২৭ এএম

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এক ঐতিহাসিক সাফল্যের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে। ২০২৪ সালের ফাইনালে ভারতকে হারিয়ে এই কীর্তি গড়ে তারা।

২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই ধারাবাহিকতায় এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে টুর্নামেন্টে অংশ নেয় জুনিয়র টাইগাররা এবং সফলভাবে ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছে বাংলাদেশ।

রোববার (৮ ডিসেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৪৯.১ ওভারে ১৯৮ রান করে। ওপেনার কালাম সিদ্দিকী মাত্র ১ রানে আউট হলেও জাওয়াদ আবরার (৬৫ বলে ২০), শিহাব জেমস (৬৭ বলে ৪০), এবং রিজান হোসেন (৬৫ বলে ৪৭) দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তাদের সহযোগিতায় এক প্রান্ত ধরে লড়াই চালান ফরিদ হাসান। তিনি ৪৯ বলে ৩৯ রান করেন। মারুফ মৃধার অপরাজিত ১১ রানের ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ প্রতিপক্ষকে ১৯৯ রানের লক্ষ্য দেয়।

ভারতের বোলিংয়ে হার্দিক রাজ, যুধাজিৎ গুহ, এবং চেতন শর্মা দুটি করে উইকেট নেন।

বাংলাদেশের রান তাড়া করতে ব্যাটিংয়ে নেমে ভারত শুরুতেই ধাক্কা খায়। শুরুতেই ওপেনার আয়ুশ ফাহাদের বলে ১ রানে আউট হন। এরপর বৈভব সূর্যবংশী (৯), এবং সিদ্ধার্থ (২০) থিতু হতে পারেননি। দলীয় ৮১ রানের মধ্যে ভারতের ৬ উইকেট পড়ে যায়। অধিনায়ক মোহাম্মদ আম্মান এবং হার্দিক মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে টাইগার অধিনায়ক আজিজুল হাকিম তামিম নিজের প্রথম ওভারেই আম্মানকে আউট করেন। হার্দিক ২৪ রানে থামেন এবং ভারতের ইনিংস ৩৫.২ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায়।

বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন এবং আজিজুল হাকিম তামিম ৩টি করে উইকেট নেন। ফাহাদ ২টি এবং রিজান-মারুফ নেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৯৮ (৪৯.১ ওভার; রিজান ৪৭, জেমস ৪০, ফরিদ ৩৯; যুধজিৎ ২/২৯)।

ভারত অনূর্ধ্ব-১৯: ১৩৯ (৩৫.২ ওভার; আম্মান ২৬, হার্দিক ২৪; ইকবাল ৩/২৪, আজিজুল ৩/৮)।

 

ফলাফল: বাংলাদেশ ৫৯ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: ইকবাল হোসেন ইমন।

সিরিজ সেরা: ইকবাল হোসেন ইমন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর