ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকটি অঘটনের জন্ম দিল ক্রিস্টাল প্যালেস। শনিবার (৭ ডিসেম্বর) প্রতিপক্ষের মাঠে ২-২ গোলের ড্রতে আটকে গেল চারবারের লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। একই দিনে ঘরের মাঠে নটিংহাম ফরেস্টের কাছে ৩-২ গোলে হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড।
প্যালেসের বিপক্ষে সিটির রুদ্ধশ্বাস ড্র। সেলহার্স্ট পার্কে ম্যাচের শুরুতেই চমক দেখায় ক্রিস্টাল প্যালেস। চতুর্থ মিনিটে ড্যানিয়েল মুনোজের কোনাকুনি শটে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ৩০ মিনিটে আর্লিং হালান্ডের দারুণ এক গোলে সমতায় ফেরে ম্যানসিটি।
দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে নটিংহামের ম্যাক্সেন্স ল্যাক্রোইক্সের গোলে আবার পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। তবে ৬৮ মিনিটে তরুণ ইংলিশ মিডফিল্ডার রিকো লুইসের গোল সিটিকে সমতায় ফেরায়। কিন্তু ম্যাচের ৮৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লুইস মাঠ ছাড়লে ১০ জনের দল নিয়ে ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় সিটিজেনদের।
এই ড্রয়ের ফলে ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানেই রয়ে গেছে ম্যানসিটি। শীর্ষ তিনে অবস্থান করছে লিভারপুল (৩৫ পয়েন্ট), চেলসি ও আর্সেনাল (উভয়েই ২৮ পয়েন্ট)।
ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউর হতাশা। নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে দ্বিতীয় ম্যাচেই হতাশা উপহার দিল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে নটিংহাম ফরেস্টের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে তারা।
১৮ মিনিটে রাসমুস হয়লুনের গোলে প্রথমে সমতায় ফিরলেও ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যানইউ। ৬১ মিনিটে ব্রুনো ফের্নান্দেসের একমাত্র সান্ত্বনাসূচক গোল দলকে জয়ের পথে ফেরাতে পারেনি।
১৫ ম্যাচ শেষে ম্যানইউর সংগ্রহ মাত্র ১৯ পয়েন্ট। পাঁচ জয়, চার ড্র, এবং ছয় হারে লিগ টেবিলে তাদের অবস্থান এখন ১৩তম।
এদিনের ম্যাচগুলোয় সিটির ড্র এবং ম্যানইউর হারের ফলে শীর্ষ চার দলের মধ্যে উত্তেজনা আরও বাড়ল। অন্যদিকে, টেবিলের নিচের দিকের ক্লাবগুলোর জন্য এই জয়গুলো নতুন আশার সঞ্চার করছে।
ম্যাচের ফলাফল সংক্ষেপ:
ক্রিস্টাল প্যালেস ২-২ ম্যানচেস্টার সিটি,
নটিংহাম ফরেস্ট ৩-২ ম্যানচেস্টার ইউনাইটেড
এসআর
মন্তব্য করুন: