বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম টেস্টে পার্থে দুর্দান্ত জয় তুলে নিয়ে আশা জাগিয়েছিল ভারত। তবে অ্যাডিলেডের গোলাপি বলের দিবারাত্রির টেস্টে উল্টো চিত্র দেখা গেল। প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া ১০ উইকেটের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে রোহিত শর্মার দলকে।
ভারতের বিপর্যয় শুরু প্রথম ইনিংসেই। অ্যাডিলেডের পরিচিত পিঙ্ক বলের টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে ভারত গুটিয়ে যায় মাত্র ১৮০ রানে। মিচেল স্টার্কের ভয়ঙ্কর স্পেল ৬ উইকেট শিকার করে ভারতীয় ব্যাটিং লাইনআপকে ছিন্নভিন্ন করে দেয়। স্টার্কের ৪৮ রানে ৬ উইকেট ক্যারিয়ারসেরা পারফরম্যান্স।
অস্ট্রেলিয়া জবাবে তোলে ৩৩৭ রান, যেখানে ট্রাভিস হেডের ১৪০ রানের অসাধারণ ইনিংস স্বাগতিকদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। ভারত প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে ১৫৭ রানে।
ভারতের দ্বিতীয় ইনিংসে আরও বড় ধস নেমে আসে। ভারতের জন্য লিড পেরিয়ে লড়াই করার সুযোগ থাকলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটে। রোহিত, রাহুল, এবং কোহলি বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। নিতিশ কুমার রেড্ডি সর্বোচ্চ ৪২ রান করলেও তা ছিল সান্ত্বনাদায়ক।
অস্ট্রেলিয়ার পেস অ্যাটাক, বিশেষত অধিনায়ক কামিন্সের ৫ উইকেট এবং স্কট বোল্যান্ডের ৩ উইকেটে ভারত গুটিয়ে যায় ১৭৫ রানে। ফলে অজিদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৯ রান।
অস্ট্রেলিয়া মাত্র ২০ বলেই জয় জয় নিয়ে মাঠ ছাড়ে। ১৯ রানের সহজ টার্গেট উসমান খাজা (৯*) এবং নাথান ম্যাকসুইনি (১০*) মিলে মাত্র ২০ বলেই টপকে যায়। এই টেস্টে অস্ট্রেলিয়া বলের হিসেবে ভারতের বিপক্ষে সবচেয়ে কম সময়ে জয় তুলে নিয়েছে।
এই টেস্ট মাত্র তিন দিনেই ফলাফল নির্ধারণ হয়ে যায়। চার ইনিংস মিলে ১০৩১ বল খেলা হয়েছে এই টেস্টে, যা ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ইতিহাসে সর্বনিম্ন। ১০ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা এনেছে স্বাগতিকরা। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ট্রাভিস হেড। অ্যাডিলেডের পিঙ্ক বলের ঐতিহাসিক টেস্টে অস্ট্রেলিয়ার এমন দুর্দান্ত জয় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সিরিজের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: প্রথম ইনিংস – ১৮০, দ্বিতীয় ইনিংস – ১৭৫
অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস – ৩৩৭, দ্বিতীয় ইনিংস – ১৯/০
এসআর
মন্তব্য করুন: