ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টে টি-ফরটি ফরম্যাটের ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ৪০ রানে অল-স্টার্সকে পরাজিত করেছে।
পুলিশ স্টাফ কলেজ মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী। উদ্বোধনী জুটিতে ৫৩ রান তোলার পর ১৫তম ওভারে প্রথম উইকেট হারায় দলটি। দ্রুত ৮৯, ৯০ এবং ৯৯ রানে তিন উইকেটের পতনে কিছুটা চাপে পড়লেও নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেটে ২১০ রান সংগ্রহ করে তারা।
সেনাবাহিনীর পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন সোহানুর রহমান। তার ৬২ বলের ইনিংসে ছিল দুটি বাউন্ডারি ও একটি ছক্কা। মো. রাফিউদ্দিন আহমেদ ৪৩ বলে করেন ৪২ রান। এছাড়া ফয়সাল কবির (২৩), সাইফুল ইসলাম (২২) এবং আরিফুর জামান রিয়াদের (২১) ইনিংসগুলো দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অল-স্টার্সের পক্ষে বল হাতে ভালো করেন আশরাফুল জাহিদ (৩০ রানে ২ উইকেট) এবং মুরাদ হোসেন আজাদ (৫১ রানে ২ উইকেট)।
২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই রানা কুমার রায়কে হারিয়ে ধাক্কা খায় অল-স্টার্স। এরপর দলটি নিয়মিত বিরতিতে উইকেট হারায়। তানিম রিজওয়ানের ৪২ রানের লড়াকু ইনিংস ছিল দলীয় সর্বোচ্চ। আশরাফুল জাহিদ করেন ২৪ রান এবং সাজ্জাদ আলম ও ইমরুল বাশার ১৩ রান করে দলের সংগ্রহ বাড়ানোর চেষ্টা করেন। তবে ৩৮তম ওভারে অল-আউট হওয়ার আগে ১৭০ রানের বেশি এগোতে পারেনি অল-স্টার্স।
সেনাবাহিনীর উজ্জ্বল মিয়া ছিলেন ম্যাচের নায়ক। মাত্র ২৭ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে একাই ধসিয়ে দেন। এই জয়ে সেনাবাহিনী শক্ত অবস্থানে থেকে টুর্নামেন্টে এগিয়ে গেল।
সংক্ষিপ্ত স্কোর
সেনাবাহিনী: ৪০ ওভারে ৮ উইকেটে ২১০ (সোহানুর ৪৬, রাফিউদ্দিন ৪২; আশরাফুল ২/৩০, মুরাদ ২/৫১)
অল-স্টার্স: ৩৮ ওভারে ১৭০ (তানিম ৪২, আশরাফুল ২৪; উজ্জ্বল ৫/২৭)
এসআর
মন্তব্য করুন: