[email protected] রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

জীবনের জোড়া গোলে রহমতগঞ্জের দাপুটে জয়

এম. এ. রনী

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৪ ৭:১৮ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ৭:২২ পিএম

জাতীয় দলের সাবেক স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন এবার পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জের জার্সিতে নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন। ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে বদলি নেমে জোড়া গোল করে ২-০ ব্যবধানে দলকে জয় এনে দিয়েছেন।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় রহমতগঞ্জ। জীবনের পারফরম্যান্স বদলে দেয় খেলার চিত্র। ৫৫ মিনিটে দারুণ ফিনিশিংয়ে প্রথম গোল করেন তিনি। এরপর ৬৮ মিনিটে চট্টগ্রাম আবাহনীর রক্ষণ চেরা শটে জোড়া গোল পূর্ণ করেন জীবন।

এই জয়ে দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংসের ওপরে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে কামাল বাবুর রহমতগঞ্জ। অন্যদিকে, দুই ম্যাচেই হেরে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে চট্টগ্রাম আবাহনী।

ম‍্যাচ জয়ের পর রহমতগঞ্জ কোচ কামাল বাবু বলেন, ছেলেরা পরিশ্রম করেছে, পরিকল্পনা মতো খেলে জয় নিয়ে মাঠ ছেড়েছে। আমাদের কিছু সুযোগ নষ্ট হয়েছে, তা নাহলে গোলের সংখ্যা আরো হতো। ছেলেদের প্রতি আমার বিশ্বাস রয়েছে, ওদের সেরা খেলা খেলতে পারলে, আমরা আরো ভালো করবো। 

আবাহনী লিমিটেডে দীর্ঘ ক্যারিয়ার শেষে এই মৌসুমে রহমতগঞ্জে যোগ দেন জীবন। প্রথম ম্যাচেই এমন জোড়া গোল করে নিজেকে নতুনভাবে চিনিয়েছেন তিনি। এদিন ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতেই। জীবনের এই দুর্দান্ত পারফরম্যান্স রহমতগঞ্জকে লিগের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছে।

চট্টগ্রাম আবাহনীর অবস্থা আর্থিক সংকটে আরও খারাপ হচ্ছে, যা তাদের মাঠের পারফরম্যান্সেও স্পষ্ট। প্রথম ম্যাচে কিংসের কাছে বিধ্বস্ত হওয়ার পর রহমতগঞ্জের বিপক্ষেও হার তাদের লড়াইকে কঠিন করে তুলেছে।

 

ফলাফল : রহমতগঞ্জ ২-০ চট্টগ্রাম আবাহনী,

গোলদাতা: নাবিব নেওয়াজ জীবন (৫৫', ৬৮')

পয়েন্ট টেবিল: রহমতগঞ্জ ২য়, চট্টগ্রাম আবাহনী তলানিতে

ম্যাচসেরা: নাবিব নেওয়াজ জীবন

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর