[email protected] রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

যুব এশিয়া কাপ

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

এম. এ. রনী

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৪ ৬:২৯ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ৬:৩৭ পিএম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের যুব ক্রিকেট দল দারুণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে। সেমিফাইনালে পাকিস্তানের যুবাদের ৭ উইকেটে হারিয়ে শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে তারা। আগামী ৮ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।

২০২৩ সালের যুব এশিয়া কাপে আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করেছিল বাংলাদেশ। এবার সেই শিরোপা ধরে রাখার মিশনে দারুণ ফর্মে রয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।

শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশের বোলাররা। পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে মাত্র ৩৭ ওভারে ১১৬ রানে অলআউট করে টাইগাররা। বাংলাদেশের পেসারদের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা।

দুই পেসার ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা ছিলেন দুর্দান্ত। ইমন ৪টি এবং মারুফ ২টি উইকেট তুলে নেন। অন্য বোলাররাও তাদের কাজটা ভালোভাবেই সম্পন্ন করেন।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন ফারহান ইউসুফ (৩২ বলে)। এছাড়া মোহাম্মদ রিয়াজুল্লাহ করেন ৬৫ বলে ২৮ রান এবং অধিনায়ক সাদ বাইগ করেন ৪১ বলে ১৮ রান। হারুন আরশাদ ৩০ বলে করেন ১০ রান। বাকিরা কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

জয়ের জন্য ১১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২৮ রানে দুই ওপেনার কালাম সিদ্দিকি (১৪ বলে ০) ও জাওয়াদ আবরার (২৫ বলে ১৭) আউট হন। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক আজিজুল হাকিম ও শিহাব জেমসের ৫৭ রানের জুটি দলকে চাপমুক্ত করে।

শিহাব জেমস ৩৬ বলে ২৬ রান করে আউট হলেও অধিনায়ক আজিজুল হাকিম ছিলেন অসাধারণ। তিনি মাত্র ৪২ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তার ইনিংসে ছিল বেশ কয়েকটি দর্শনীয় শট। রিজান হোসেন অপরাজিত থাকেন ৫ রানে। বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় ২২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে।

ফাইনালের বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ফাইনালে এবার বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ফর্মে থাকা যুব টাইগাররা ফাইনালে আত্মবিশ্বাসীভাবেই মাঠে নামবে।

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ২০২৩ সালে এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। সেই অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস এবার শিরোপা ধরে রাখার প্রেরণা যোগাবে। অধিনায়ক আজিজুল হাকিমের নেতৃত্বে এবং বোলারদের দুর্দান্ত ফর্মে থাকা দলটি এবারও ফাইনালে জয়ের জন্য মুখিয়ে আছে।

ফাইনাল ম্যাচ:  

স্থান: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

তারিখ: ৮ ডিসেম্বর

প্রতিপক্ষ: ভারত

এবারের শিরোপার লড়াই ভারত-বাংলাদেশ দ্বৈরথে কী রোমাঞ্চ বয়ে আনবে, তা দেখার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর