[email protected] মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১

টি-টোয়েন্টিতে ৩৭ ছক্কায় ৩৪৯ রানের বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৪ ৫:১৫ পিএম

বরোদার ব্যাটিং তাণ্ডবে নতুন টি-টোয়েন্টি বিশ্বরেকর্ড। ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ইতিহাস গড়েছে বরোদা। সিকিমের বিপক্ষে এক ইনিংসে দলীয় সর্বোচ্চ ৩৪৯ রান তুলে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছে তারা। এর আগে, গত অক্টোবরে জিম্বাবুয়ে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি দখলে রেখেছিল।

ইন্দোরের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বরোদার উদ্বোধনী জুটিতে ৫ ওভারে ৯২ রান তোলে শাশাত রাওয়াত ও অভিমান্য সিং। রাওয়াত করেন ১৬ বলে ৪৩ রান, যেখানে ছিল ৫টি ছক্কা। অপর ওপেনার অভিমান্য ১৭ বলে ৫৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন।

মধ্যক্রমে ভানু পানিয়া রীতিমতো ব্যাটিং শো উপহার দেন। ৫১ বলে অপরাজিত ১৩৪ রানের ইনিংস খেলে তিনি হাঁকান ১৫টি ছক্কা। তাকে সঙ্গ দেন শিবালিক শর্মা (১৭ বলে ৫৫) এবং বিষ্ণু সোলাঙ্কি (১৬ বলে ৫০)। এ তিনজন মিলে সিকিমের বোলিং লাইনআপকে কার্যত বিধ্বস্ত করে দেন। ম্যাচে বরোদার ব্যাটাররা মোট ৩৭টি ছক্কা হাঁকিয়ে জিম্বাবুয়ের ২৭ ছক্কার রেকর্ড ভেঙে দেয়।

৩৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে সিকিম মাত্র ৮৬ রানেই আটকে যায়। বরোদার বোলারদের দাপটে সিকিমের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেনি। ২৬৩ রানের জয় নিয়ে বরোদা টি-টোয়েন্টি ইতিহাসে রানের ব্যবধানে চতুর্থ সর্বোচ্চ জয় তুলে নেয়। এই রেকর্ড বরোদার জন্য শুধু বড় অর্জন নয়, বরং টি-টোয়েন্টি ক্রিকেটে রানের নতুন মানদণ্ড স্থাপন করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর