বাংলাদেশের বিপক্ষে উগ্র আচরণের জেরে শাস্তি পেলেন দুই ক্যারিবিয়ান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে আক্রমণাত্মক আচরণের কারণে শাস্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার, জেইডেন সিলস ও কেভিন সিনক্লেয়ার। তাদের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা এবং একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।
জ্যামাইকায় কিংসটনে অনুষ্ঠিত টেস্টের দ্বিতীয় ইনিংসে সিলস এবং সিনক্লেয়ারের আচরণ ছিল ক্রিকেটীয় চেতনার পরিপন্থী। সিলস মাহমুদুল হাসান জয়কে আউট করার পর বাংলাদেশের ড্রেসিংরুমের দিকে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করেন। অন্যদিকে, বদলি ফিল্ডার সিনক্লেয়ার সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের প্রতি উগ্র ভাষা ব্যবহার করেন।
আইসিসি আচরণবিধির ২.২০ এবং ২.২৪ ধারা লঙ্ঘনের দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে। দুজনই তাদের দোষ স্বীকার করায় শুনানির প্রয়োজন হয়নি।
বাংলাদেশ ম্যাচটি ১০১ রানের ব্যবধানে জিতে সিরিজ ১-১ সমতায় শেষ করে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে দুই দল।
এসআর
মন্তব্য করুন: