[email protected] বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
২৫ পৌষ ১৪৩১

জলসিঁড়িতে প্রথমবারের মতো ‘বিওএ ম্যারাথন ২০২৪’

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৪ ৩:৩৬ পিএম
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ৩:৪৬ পিএম

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবার এক ভিন্নধর্মী ম্যারাথনের আয়োজন করেছে। ২০ ডিসেম্বর পূর্বাচলের সেনাবাহিনী প্রকল্প জলসিঁড়িতে অনুষ্ঠিত হবে ‘বিওএ ম্যারাথন ২০২৪’। এ ম্যারাথনের বিশেষ বৈশিষ্ট্য হলো, এতে কোনো বিদেশি দৌড়বিদ অংশ নেবেন না। শুধুমাত্র দেশি পেশাদার, অপেশাদার, বয়স্ক দৌড়বিদ এবং সাধারণ জনগণই অংশগ্রহণের সুযোগ পাবেন।

ম্যারাথনের ধরণ ও অংশগ্রহণের সুযোগ: ম্যারাথনটি হবে ১০ কিলোমিটারের হাফ ম্যারাথন। এতে অংশ নেওয়া যাবে তিনটি ক্যাটাগরিতে: এলিট ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি ও  ভ্যাটারান ক্যাটাগরি। প্রতি ক্যাটাগরিতে পুরুষ ও মহিলা দুটি করে বিভাগ থাকবে, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।

নিবন্ধন প্রক্রিয়া: ম্যারাথনে অংশগ্রহণ করতে আগ্রহীরা ২৫ নভেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।

বিওএ মারাথন ২০২৪' এর ওয়েবসাইট লিংক (www.boamarathon.com) এর মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন চলমান রয়েছে। উক্ত মারাথনে আশা করা যাচ্ছে ৫,০০০ (পাঁচ হাজার) রানার রেজিস্ট্রেশন করবেন

উদ্দেশ্য ও সম্ভাবনা : এ আয়োজনের মূল লক্ষ্য দেশের অ্যাথলেটিক্স উন্নয়নে দেশি প্রতিভাদের সুযোগ করে দেওয়া। পেশাদার ও অপেশাদার দৌড়বিদদের এক মঞ্চে এনে তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা। জলসিঁড়িতে প্রথমবারের মতো আয়োজিত এ ম্যারাথন দেশি অ্যাথলেটদের জন্য নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর