বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। দুই টেস্টের সিরিজ শেষে শুরু হবে এই ওয়ানডে সিরিজ। এরই মধ্যে শাই হোপকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।
নতুন মুখ ও চমক: দলে জায়গা পেয়েছেন সদ্য সমাপ্ত প্রথম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করা পেস অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। এছাড়া ২৭ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার আমির জাঙ্গুও আছেন এই স্কোয়াডে। তাদের অন্তর্ভুক্তি ওয়েস্ট ইন্ডিজ দলে নতুন শক্তি যোগাবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
সিরিজ সূচি: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে স্বাগতিকদের মাঠে। বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ১০ ও ১২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৭:৩০টায় শুরু হবে।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড : অধিনায়ক: শাই হোপ, ব্রেন্ডন কিং, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, সিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেপ, শামার জোসেপ, এভিন লুইস, গুড়ুকেশ মতি, শেরফান রাদারফোর্ড, জাইডেন সিলস, রোমারিও শেইফার্ড।
ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে এই সিরিজটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ২০২৩ বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ দল নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চায়, যেখানে তরুণ খেলোয়াড়দের বড় ভূমিকা থাকবে। অন্যদিকে বাংলাদেশ দলও এই সিরিজে নিজেদের শক্তি প্রমাণের সুযোগ পাবে।
এসআর
মন্তব্য করুন: