[email protected] বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
২৫ পৌষ ১৪৩১

রানার ঝড়ে ও সাহসী ব্যাটিংয়ে চালকের আসনে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৪ ৬:৪৬ এএম
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ৬:৫৯ এএম

জ্যামাইকার কিংস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ দেখিয়েছে দাপুটে পারফরম্যান্স। নাহিদ রানার বিধ্বংসী বোলিং ও সাহসী ব্যাটিংয়ের ফলে দিনের শেষে ২১১ রানের লিড নিয়ে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১৪৬ রানে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করেছে সফরকারীরা।

রানার বোলিং ঝড়ে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে পতন ঘটে মাত্র মাত্র ৬১ রানে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ একসময় ৮৫ রানে ১ উইকেট হারিয়ে শক্ত অবস্থানে থাকলেও রানার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৬১ রান যোগ করেই বাকি ৯ উইকেট হারায় তারা। রানার ৫ উইকেট শিকার বাংলাদেশকে এনে দেয় ১৮ রানের লিড।

রানা তার বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের চাপে ফেলে দেন। বিশেষ করে তার ১৪২ কিমি গতির একটি বাউন্সারে ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে গালিতে ক্যাচ দিতে বাধ্য করেন। রানার বলে কেভেম হজের আউট হওয়ার আগে তাসকিন আহমেদ একটি ক্যাচ মিস করলেও পরবর্তীতে লিটন দাস দারুণ ক্যাচ নেন।

অন্যদিকে রানার যোগ্য সহযোগী হিসেবে তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজও ছিলেন কার্যকর। তাসকিন বোল্ড করেন অ্যালিক আথানেজকে, আর তাইজুল ক্লিন বোল্ড করেন জাস্টিন গ্রেভসকে। মিরাজের বলে শামার জোসেফ এলবিডব্লিউ হন। 

রানা কেমার রোচকে এলবিডব্লিউ আউট করে ইনিংসের ইতি টানেন এবং দুর্দান্ত বোলিংয়ে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট পান।

বাংলাদেশের সাহসী ব্যাটিং করে ৭০ রানের তৃতীয় উইকেট জুটি করেন। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি। মাহমুদুল হাসান জয় শূন্য রানেই সাজঘরে ফেরেন। তবে শাহাদাত হোসেনের ঝোড়ো ২৬ বলে ২৮ রানের ইনিংস দলের আত্মবিশ্বাস বাড়ায়।

শাহাদাতের বিদায়ের পর ওয়ানডে স্টাইলে সাদমান ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ ব‍‍্যাটিং করেন। এই জুটি ৭০ রানের কার্যকর জুটি গড়ে তুলেন। মেহেদি ৩৯ বলে ৪২ রান করেন, যেখানে ছিল চারটি বাউন্ডারি। সাদমান ৪৬ রান করে বিদায় নেন।

মেহেদি এবং সাদমান আউট হওয়ার পর লিটন দাস এবং জাকের আলী মিলে দলকে ২০০ রানের লিড পেরোতে সাহায্য করেন। লিটন ২৫ রান করেন, তবে তিনি ডাউন দ্য লেগসাইড একটি সুযোগ দিয়ে আউট হন। দিন শেষে জাকের আলী ২৯ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করেন।

তৃতীয় দিন শেষে ২১১ রানের লিড নিয়ে স্পষ্টতই চালকের আসনে রয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ বোলাররা কিছুটা চাপে থাকলেও চতুর্থ দিনের সকালে বাংলাদেশের ব‍্যাটাররা লিডটি কতটুকু নিয়ে যেতে পারে সেটা এখন সময়ই বলে দিবে। অন্যদিকে বাংলাদেশের বোলাররা নিজেদের দ্বিতীয় ইনিংসেও এই ছন্দ ধরে রাখতে পারলে জ্যামাইকায় একটি ঐতিহাসিক জয় তাদের হাতের নাগালে।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর