[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের দুই শর্তে হাইব্রিড মডেলে সম্মতি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৪ ৫:১০ পিএম

২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে এখনও স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আইসিসি। তবে পাকিস্তান এবার রাজি হয়েছে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট খেলতে, তবে এর সঙ্গে জুড়ে দিয়েছে দুটি শর্ত।

 

পিসিবির শর্তগুলো হলো:

১. আইসিসির রাজস্ব বণ্টন থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাদ্দ বাড়াতে হবে।

২. ২০৩১ সাল পর্যন্ত ভারতে অনুষ্ঠিত সব বৈশ্বিক টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করতে হবে। এর অর্থ, পাকিস্তান ও ভারত একে অপরের দেশে না গিয়ে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।

চ্যাম্পিয়নস ট্রফির বেশিরভাগ ম্যাচ আয়োজিত হবে পাকিস্তানে। তবে ভারত তাদের ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে। ফাইনাল লাহোরে হওয়ার কথা, তবে ভারত ফাইনালে উঠলে সেটি সরে যাবে আরব আমিরাতে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, “আমরা এমন একটি সমাধান চাই যেখানে দুই পক্ষই লাভবান হবে। ক্রিকেটের জন্য যা সঠিক, আমরা সেটাই করব।”

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা। অংশগ্রহণ করবে আটটি দল, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এই হাইব্রিড মডেল বাস্তবায়নে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর