[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

আয়ারল্যান্ডকে হারিয়ে টাইগ্রেসদের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪ ৪:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী দলের সিরিজ জয়: আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে। বাংলাদেশ নারী ক্রিকেট দল দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড নারী দলকে ৫ উইকেটে পরাজিত করে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ দল ব্যাট ও বল হাতে দাপট দেখায়।

আয়ারল্যান্ড নারী দল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের সামনে তারা চাপের মধ্যে পড়ে। আয়ারল্যান্ড দলের ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন লারা ডেলানি। পুরো ইনিংসে আয়ারল্যান্ড ৪৮ ওভারে ১৪৫ রানে অলআউট হয়।

বাংলাদেশের পক্ষে মারুফা আক্তার ও নাহিদা আক্তার বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। মারুফা ৩টি এবং নাহিদা ২টি উইকেট শিকার করেন।

১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মুরশিদা খাতুন (১০) ও ফারজানা হক (৮) দ্রুত আউট হলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা মিলে তৃতীয় উইকেটে ৬৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। শারমিন ৪০ রান করে আউট হন। অধিনায়ক নিগার সুলতানা ৩৮ রান করে ইনিংসের মূলভিত্তি গড়ে দেন।

শেষ দিকে রিতু মনি (১৭) ও জাহানারা আলমের (১০*) ব্যাটিংয়ে বাংলাদেশ ৪৪.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

এই জয়ে বাংলাদেশ নারী দল সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে আনুষ্ঠানিকতা মাত্র। তবে বাংলাদেশ দল ক্লিন সুইপের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। 

ম্যাচের সেরা খেলোয়াড় : মারুফা আক্তার। তার দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড : আয়ারল্যান্ড নারী দল: ১৪৫/১০ (৪৮ ওভার), লারা ডেলানি ৩১, নাহিদা আক্তার ২/২৫, মারুফা আক্তার ৩/২৯

বাংলাদেশ নারী দল: ১৪৬/৫ (৪৪.৩ ওভার), নিগার সুলতানা ৩৮, শারমিন আক্তার ৪০, ফ্রেয়া সার্জেন্ট ২/৩৪

ফলাফল: বাংলাদেশ নারী দল ৫ উইকেটে জয়ী।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর