২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ফিফার বর্ষসেরা ফিফা বর্ষসেরা কোচের নির্বাচনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন পাঁচজন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা শুক্রবার এই তালিকা প্রকাশ করে। দৌড়ে আছেন রেয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, বায়ার লেভারকুজেনের শাবি আলোন্সো এবং ম্যানচেস্টার সিটির পেপ গুয়ার্দিওলা।
২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই তালিকা।
তালিকায় থাকা কোচরা: কার্লো আনচেলত্তি (রেয়াল মাদ্রিদ), লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা), লুইস দে লা ফুয়েন্তে (স্পেন), শাবি আলোন্সো (বায়ার লেভারকুজেন), পেপ গুয়ার্দিওলা (ম্যানচেস্টার সিটি)
কার্লো আনচেলত্তি: ক্ষুরধার কৌশলে চমক: চোটজর্জর একটি দল নিয়েও কার্লো আনচেলত্তি রেয়াল মাদ্রিদকে এনে দিয়েছেন অসাধারণ সাফল্য। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে তার দল। লা লিগাতেও বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। এছাড়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সাকে হারিয়ে শিরোপা জেতে রেয়াল। এমন ধারাবাহিক পারফরম্যান্স আনচেলত্তিকে বর্ষসেরা কোচের অন্যতম দাবিদার হিসেবে তুলে ধরেছে।
লিওনেল স্কালোনি: আর্জেন্টিনার স্বপ্নযাত্রার কারিগর: কোচিং ক্যারিয়ারে অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখাচ্ছেন লিওনেল স্কালোনি। তার নেতৃত্বে আর্জেন্টিনা ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপা ধরে রেখেছে। ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬তম কোপা আমেরিকার শিরোপা জেতে তারা। স্কালোনির কোচিংয়েই দলটি ২০২২ বিশ্বকাপের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছিল।
লুইস দে লা ফুয়েন্তে: স্পেনের কৌশলগত পুনর্জন্ম: স্পেনের কোচ হিসেবে লুইস দে লা ফুয়েন্তে তার দলকে নতুন রূপ দিয়েছেন। ঐতিহ্যবাহী পাসিং ফুটবলের পাশাপাশি সরাসরি আক্রমণের কৌশল যুক্ত করেছেন তিনি। তার কৌশলে গত জুলাইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রেকর্ড চতুর্থ শিরোপা জেতে।
শাবি আলোন্সো: লেভারকুজেনের অভূতপূর্ব উত্থান: বায়ার লেভারকুজেনের কোচ শাবি আলোন্সো গত মৌসুমে চমক দেখিয়েছেন। অপরাজিত থেকে বুন্ডেসলিগায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তার দল। জিতেছে জার্মান কাপও। তবে উয়েফা ইউরোপা লিগে রানার্স-আপ হয়ে শেষ করতে হয় তাদের। আলোন্সো বুন্ডেসলিগার সেরা কোচের পুরস্কারও জিতেছেন।
পেপ গুয়ার্দিওলা: সিটির গৌরবময় অধ্যায় : ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা দলকে এনে দিয়েছেন আরও একটি ঐতিহাসিক মৌসুম। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হয়েছে সিটি। এছাড়া প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপ এবং এফএ কমিউনিটি শিল্ডও ঘরে তুলেছে তারা। এর বাইরে, প্রিমিয়ার লিগ মৌসুমে সেরা কোচের স্বীকৃতিও পান তিনি।
ভোটিং প্রক্রিয়াতে ফিফার সদস্য দেশগুলোর জাতীয় দলের কোচ, অধিনায়ক এবং মনোনীত সাংবাদিকদের ভোটের মাধ্যমে নির্ধারিত হবে বর্ষসেরা কোচ। দর্শকরাও ফিফার ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারবেন।
এসআর
মন্তব্য করুন: