[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

বর্ষসেরা ফুটবলার হিসেবে সেরা ১১-তে মেসি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪ ৩:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ফিফা বর্ষসেরার লড়াইয়ে মেসি, রদ্রি ও আরও ৯ তারকা। ক্লাব ফুটবলে ইউরোপের বাইরের একমাত্র খেলোয়াড় হিসেবে বর্ষসেরা ফুটবলার নির্বাচনের তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। ফিফার ‘দ্য বেস্ট মেনস প্লেয়ার’ পুরস্কারের জন্য লড়াইয়ে তার সঙ্গী হয়েছেন এবারের ব্যালন ডি'অর জয়ী রদ্রি, কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়রসহ আরও ৮ জন।

শুক্রবার ফিফা তাদের ওয়েবসাইটে বর্ষসেরা পুরুষ ফুটবলারের জন্য ১১ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। তালিকায় রেয়াল মাদ্রিদের খেলোয়াড়রা সংখ্যাগরিষ্ঠ, যেখানে আছেন ৬ জন। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।

এক নজরে গত বছরে মেসির অনন্য অর্জন। ৩৭ বছর বয়সী লিওনেল মেসি ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। তার অসাধারণ নেতৃত্বে দলটি প্রথমবারের মতো লিগস কাপ জিতেছে। এছাড়া ২০২৪ সাপোর্টার্স শিল্ড জয়ের পথেও মেসির অবদান ছিল গুরুত্বপূর্ণ।

জাতীয় দলের হয়ে মেসি ২০২৪ কোপা আমেরিকা শিরোপা ঘরে তুলেছেন। পাশাপাশি দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ ৬ গোল করে বছর শেষ করেছেন।

‘দ্য বেস্ট’ পুরস্কার এর আগে তিনবার জিতেছেন মেসি—২০১৯, ২০২২ এবং ২০২৩ সালে। তবে এবছর ব্যালন ডি'অরের ৩০ জনের তালিকায় জায়গা না পাওয়া তারকা এবার নতুনভাবে প্রমাণের মঞ্চে।

রদ্রির উজ্জ্বলতা পিছিয়ে নেই। ম্যানচেস্টার সিটির হয়ে রদ্রি টানা চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। একইসঙ্গে স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে রেখেছেন বড় ভূমিকা। তিনি ছিলেন ওই আসরের সেরা খেলোয়াড়। ব্যালন ডি'অর জয় করেও নিজের জায়গা পোক্ত করেছেন এই মিডফিল্ডার।

সেরা খেলোয়ারের লড়াইতে অন্যান্য তারকারাও পিছিয়ে নেই। ভিনিসিউস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্সে রেয়াল মাদ্রিদ জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপ। তরুণ তারকা জুড বেলিংহ্যামও তার নৈপুণ্যে মুগ্ধ করেছেন ফুটবল বিশ্বকে। কিলিয়ান এমবাপে ফ্রান্স ও রেয়াল মাদ্রিদের হয়ে তার ধারাবাহিকতা ধরে রেখেছেন।

সেরা খেলোয়ার ভোট ও তালিকা হয়ে থাকে ফিফার মাধ্যমে। ফিফার সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ এবং সাংবাদিকদের ভোটে ৭৫ শতাংশ নির্ধারিত হবে, বাকি ২৫ শতাংশ দর্শকদের ভোটের ভিত্তিতে। ভোট দেওয়া যাবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

 

ফিফার তালিকাভুক্ত ১১ তারকা:

দানি কার্ভাহাল (স্পেন/রেয়াল মাদ্রিদ), আর্লিং হলান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি), ফেদেরিকো ভালভের্দে (উরুগুয়ে/রেয়াল মাদ্রিদ), ফ্লোরিয়ান ভিরৎজ (জার্মানি/বায়ার লেভারকুজেন), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড/রেয়াল মাদ্রিদ), কিলিয়ান এমবাপে (ফ্রান্স/রেয়াল মাদ্রিদ), লামিনে ইয়ামাল (স্পেন/বার্সেলোনা), লিওনেল মেসি (আর্জেন্টিনা/ইন্টার মায়ামি), রদ্রি (স্পেন/ম্যানচেস্টার সিটি), টনি ক্রুস (জার্মানি/রেয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (ব্রাজিল/রেয়াল মাদ্রিদ)।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর