[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

আবারো রোনালদোর জোড়া গোল, আল নাস্‌রের দাপুটে জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪ ৩:২০ পিএম

ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে আল নাস্‌রকে দারুণ এক জয় উপহার দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এই পারফরম্যান্সের মধ্য দিয়ে তার ক্যারিয়ারের গোলসংখ্যা পৌঁছেছে ৯১৫-এ। ফুটবল মাঠে তার পুরনো ছন্দে ফিরে আসার আরেকটি উদাহরণ দেখলো ভক্তরা। শুক্রবার সৌদি প্রো লিগের ম্যাচে ঘরের মাঠে দামাককে ২-০ গোলে হারায় আল নাস্‌র। দলের হয়ে দুই অর্ধে দুটি গোলই করেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো।

ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করে দলকে এগিয়ে দেন রোনালদো। এরপর ৭৯তম মিনিটে সতীর্থের কাছ থেকে বল পেয়ে কাছ থেকে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। এরই মধ্যে, ৫৬তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় দামাক। ফলে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে আল নাস্‌র।

৩৯ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারে এটি ৯১৫তম গোল। চলতি বছরে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫০ ম্যাচে ৪২টি। সাম্প্রতিক সময়ে তার ধারাবাহিক পারফরম্যান্সে উজ্জ্বল হয়ে উঠছে আল নাস্‌রের আক্রমণভাগ।

গত সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল গারাফার বিপক্ষেও দুই গোল করে দলের ৩-১ ব্যবধানে জয়ে বড় অবদান রেখেছিলেন রোনালদো। সৌদি প্রো লিগে গত রাউন্ডে হারের পর এবার ঘুরে দাঁড়িয়ে জয়ের ধারায় ফিরেছে আল নাস্‌র।

১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এখন তালিকার তিন নম্বরে আছে আল নাস্‌র। অন্যদিকে, ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল এবং ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আল-ইত্তিহাদ।

রোনালদোর এই অসাধারণ পারফরম্যান্স দলকে যেমন উজ্জীবিত করেছে, তেমনি তার ব্যক্তিগত কৃতিত্বের মুকুটে যুক্ত করেছে আরেকটি উজ্জ্বল পালক।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর