[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

ম্যাচ চলাকালীন মাঠেই ক্রিকেটারের মৃত্যু

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪ ১১:০৮ পিএম
আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১১:১১ পিএম

ভারতীয় ক্রিকেটার ইমরান প্যাটেলের অকাল মৃত্যু, মাঠে ঢলে পড়লেন মৃত্যুর কোলে। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এএস ট্রফির একটি ম্যাচে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর), এক হৃদয়বিদারক ঘটনা ঘটল। ম্যাচ চলাকালীন মাঠে মৃত্যুর কোলে ঢলে পড়েন ভারতীয় ক্রিকেটার ইমরান প্যাটেল। তার মৃত্যু ভারতীয় ক্রিকেট সম্প্রদায় ও ভক্তদের কাছে এক গভীর শোকের উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে।

এ দিন লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার এবং ইয়ং একাদশের মধ্যে চলছিল ম্যাচ। প্যাটেল, যিনি লাকি বিল্ডার্স দলের অধিনায়ক ছিলেন, দলকে প্রথমে শক্তিশালী সূচনা এনে দেন। তিনি চমকপ্রদ ব্যাটিং করে ষষ্ঠ ওভারের শেষ দুটি বলে চার মেরে দলের স্কোর ৪৫ রানে পৌঁছান। তবে কিছু সময় পরই মাঠে অসুস্থ বোধ করতে শুরু করেন। প্যাটেল তার শারীরিক অস্বস্তি অনুভব করে আম্পায়ারকে জানান যে, তার ঘাড় ও হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এ সময় আম্পায়ার তাকে অবিলম্বে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।

প্যাটেল মাঠ ছেড়ে যাওয়ার পথে, বাউন্ডারি লাইনের কাছাকাছি এসে অচৈতন্য হয়ে পড়ে যান। সতীর্থ খেলোয়াড়রা দ্রুত তাকে সাহায্য করতে এগিয়ে যান এবং জরুরী ভিত্তিতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে যাবার পরও চিকিৎসকদের সব প্রচেষ্টা বিফলে যায়, এবং শেষ পর্যন্ত প্রাণ না ফিরতে পেরে মারা যান প্যাটেল। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনায় ম্যাচটি স্থগিত হয়ে যায়। প্যাটেল ১৮ বল খেলে ৩টি চারসহ ২২ রান করেছিলেন, যা তার আজীবন অপরাজিত স্কোর হয়ে থাকবে। তার এই অকাল মৃত্যু ক্রিকেট অঙ্গনে শোকের সঞ্চার করেছে, এবং তাকে আর কখনো মাঠে দেখা যাবে না। এখনও পর্যন্ত প্যাটেলের মৃত্যুর কারণ জানা যায়নি, তবে তার প্রয়াণের খবরটি পুরো ক্রিকেট বিশ্বকে মর্মাহত করেছে।

ইমরান প্যাটেলের অবদান, খেলোয়াড়ী মনোভাব এবং তার মৃত্যুতে শোকাহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে ভারতীয় ক্রিকেট সম্প্রদায়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর