[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

ব্র্যাক, ক্লাব ৯৬৯৮ এবং বিমান বাহিনীর দাপুটে জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪ ১০:১২ পিএম
আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১০:১৩ পিএম

করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে শুক্রবার বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে জয়ের ধারায় এগিয়ে গেছে ব্র্যাক, ক্লাব ৯৬৯৮ এবং বাংলাদেশ বিমান বাহিনী। সেনাবাহিনী, নৌবাহিনী এবং ক্যাডেট একাদশের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে এই দলগুলো।

ব্র্যাক বনাম সেনাবাহিনীঃ প্রথম ম্যাচে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। প্রথমে ব্যাট করতে নামা সেনাবাহিনী ৩৯.৪ ওভারে ১৭৫ রান করে অলআউট হয়। অতিরিক্ত খাত থেকে আসে সর্বোচ্চ ৩২ রান। ব্যাট হাতে আরিফুর রহমান রিয়াদ (২৭), সোহানুর রহমান (২৪), মো. রাফি উদ্দিন (২৩), এবং মো. কামরুল হাসান (২১) উল্লেখযোগ্য অবদান রাখেন। ব্র্যাকের শেখ আবু সাঈদ ২৫ রানে ৪ উইকেট নিয়ে বোলিং আক্রমণের নেতৃত্ব দেন। শাহরিয়ার ইসলাম সুমন ও রাজু চৌধুরী দুটি করে উইকেট দখল করেন।

 

জবাবে, তৌহিদুল ইসলাম জয়ের ৪৭, শাহরিয়ার ইসলাম সুমনের অপরাজিত ৪৩ এবং অমিত ঘোষের ৩১ রানের উপর ভর করে ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ব্র্যাক। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শাহরিয়ার ইসলাম সুমন।

 

ক্লাব ৯৬৯৮ বনাম নৌবাহিনীঃ দ্বিতীয় ম্যাচে ক্লাব ৯৬৯৮ নৌবাহিনীকে ৩ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করতে নেমে নৌবাহিনী ১৮৬ রানে অলআউট হয়। দলের পক্ষে রাফসান বুলবুল করেন ৩৯ রান, সাইমুন ইসলাম ৩১ এবং আকিফুর রহমান করেন ২৩ রান। ক্লাব ৯৬৯৮-এর মোহাইমিনুল ইসলাম দুর্দান্ত বোলিং করে ৪২ রানে ৪ উইকেট দখল করেন।

জবাবে, আরিফুল হকের অপরাজিত ৫৯ রানের ইনিংসের ওপর নির্ভর করে ৭ উইকেটে জয় নিশ্চিত করে ক্লাব ৯৬৯৮। ব্যাটিংয়ে মোহাইমিনুল ইসলাম ৩৬ এবং রাশেদ ওসমান অপরাজিত ২৮ রান করেন। ম্যাচসেরা হন আরিফুল হক।

 

বিমান বাহিনী বনাম ক্যাডেট একাদশঃ দিনের শেষ ম্যাচে বাংলাদেশ বিমান বাহিনী ১ উইকেটে হারিয়েছে ক্যাডেট একাদশকে। প্রথমে ব্যাট করতে নামা ক্যাডেট একাদশের ইনিংসটি গড়ে ওঠে রাফি ফাইরোজ হকের ৯৭ রানের অসাধারণ ইনিংসের ওপর। তার ইনিংসে ছিল ১০টি চারের পাশাপাশি ৩টি ছক্কা। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি। দলের সংগ্রহ দাঁড়ায় ১৮৬ রান। বিমান বাহিনীর লিয়াম ইসলাম ৩৫ রানে ৪ উইকেট নিয়ে বোলিংয়ে নজর কাড়েন।

জবাবে, শেজান আহমেদের ৪৭, রাউফুন এলাহীর ৪২ এবং মাসুম বিল্লাহর ২১ রানের ইনিংসের ওপর ভর করে এক ওভার ও এক উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বিমান বাহিনী। ম্যাচসেরা নির্বাচিত হন লিয়াম ইসলাম।

 

দিনের খেলাগুলো ছিল প্রতিযোগিতাপূর্ণ, তবে ব্র্যাক, ক্লাব ৯৬৯৮ এবং বিমান বাহিনী নিজেদের দক্ষতা এবং অভিজ্ঞতার প্রমাণ দিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। এই পারফরম্যান্সগুলো দলগুলোকে আত্মবিশ্বাসী করে তুলবে আগামী ম্যাচগুলোর জন্য।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর