[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগ্রেসদের রেকর্ড গড়া জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪ ৪:৫০ পিএম
আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ৫:১৭ পিএম

ছবি: সংগৃহীত

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের নারী দল আয়ারল্যান্ডকে ১৫৪ রানে বিশাল ব্যবধানে হারিয়ে ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে এই দাপুটে জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ২৫২ রান। দেড় বছর পর জাতীয় দলে ফেরা শারমিন সুপ্তা ছিলেন দুর্দান্ত। তার ৯৬ রানের ঝকঝকে ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি। যদিও সেঞ্চুরির মাত্র ৪ রান দূরে গিয়ে আউট হওয়ায় খানিকটা হতাশ হতে হয়েছে তাকে। ফারজানা হকের ৩৮ রান এবং রুমানা আহমেদের অপরাজিত ৩৬ রানের ইনিংস বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

আয়ারল্যান্ডের ব্যাটাররা বাংলাদেশি বোলারদের সামনে একেবারেই দাঁড়াতে পারেনি। মাত্র ২৮.৫ ওভারে ৯৮ রানে অলআউট হয় তারা। সুলতানা খাতুন ছিলেন সবচেয়ে সফল বোলার, ২৩ রানে নেন ৩টি উইকেট। নাহিদা আক্তার ও মারুফা আক্তার দুটি করে উইকেট দখল করেন।

এই জয় টাইগ্রেসদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৯ রানের জয় ছিল তাদের রেকর্ড। এই জয় টাইগ্রেসদের শুধু আত্মবিশ্বাস বাড়ায়নি, বরং দলীয় পারফরম্যান্সেও তাদের দৃঢ়তার প্রমাণ দিয়েছে।

সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল একই রকম পারফরম্যান্স ধরে রাখতে চায়। দলের ব্যাটিং-বোলিং দুই বিভাগেই এমন দাপুটে ফর্ম টাইগ্রেসদের সিরিজ জয় নিশ্চিত করার পথে অনেকটা এগিয়ে নেবে।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর