[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

৭ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড গড়ল আইভরি কোস্ট

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪ ৩:১৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জাজনক রেকর্ড গড়েছে আইভরি কোস্ট। নাইজেরিয়ার বিপক্ষে তারা মাত্র ৭ রানে অলআউট হয়ে গড়েছে এক নতুন বিশ্বরেকর্ড। এই লজ্জার রেকর্ডের আগে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড ছিল মঙ্গোলিয়ার, যারা সিঙ্গাপুরের বিপক্ষে মাত্র ১০ রানে গুটিয়ে গিয়েছিল।

প্রথমে ব্যাট করে নাইজেরিয়ার দানবীয় রান সংগ্রহ করে। ম্যাচটি অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নাইজেরিয়া। তাদের ইনিংস ছিল পুরোপুরি বিধ্বংসী। দলের দুই ওপেনার শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। নাইজেরিয়ার হয়ে জোসেফ ইজেকেল খেলেন ৬৯ বলে ১২৭ রানের এক অনবদ্য ইনিংস। অন্যদিকে, জেমস ওকিচুকু ৪৩ বলে করেন ৭৮ রান। নাইজেরিয়ার ইনিংস থামে ২৭১ রানে, যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অষ্টম সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এই বিশাল সংগ্রহ গড়তে তারা মাত্র ৩ উইকেট হারিয়েছে। শেষদিকে সামুয়েল এডোকা ৯ বলে ২৩ রানের ক্যামিও খেলেন। আইভরি কোস্টের বোলারদের মধ্যে কোনো কার্যকারিতা দেখা যায়নি।

আইভরি কোস্টের লজ্জাজনক ব্যাটিং উপহার দিয়ে রেকর্ড গড়ে। ২৭২ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় আইভরি কোস্ট। নাইজেরিয়ার বোলিং আক্রমণের সামনে একের পর এক ব্যাটার ফিরে যান প্যাভিলিয়নে। পুরো দল মাত্র ৭ রান করেই গুটিয়ে যায়। আইভরি কোস্টের ৭ রান আসে ৫টি অতিরিক্ত রানের সৌজন্যে। ব্যাট হাতে কোনো ব্যাটার দুই অঙ্ক তো দূরের কথা, এক রান করতেও সক্ষম হননি।

নাইজেরিয়ার হয়ে ডেভিড ওলালেকান ছিলেন বিধ্বংসী। তিনি ৩ ওভারে মাত্র ২ রান খরচায় নেন ৫ উইকেট। তাকে সঙ্গ দেন মাইকেল উজোচুকু, যিনি ২ ওভারে ১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।

বিশাল জয় ও রেকর্ডের মালা নাইজেরিয়ার গলায়। নাইজেরিয়ার ২৬৪ রানের জয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ জয়। এর আগে সর্বোচ্চ জয় ছিল জিম্বাবুয়ের, যারা গাম্বিয়ার বিপক্ষে ২৯০ রানের ব্যবধানে জয় পেয়েছিল। নেপালও মঙ্গোলিয়ার বিপক্ষে ২৭৩ রানের ব্যবধানে জয় পেয়েছিল। এই জয় আফ্রিকার সহযোগী দেশগুলোর ক্রিকেটে নাইজেরিয়ার আধিপত্যের জানান দিয়েছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে অদ্ভুত রেকর্ডের ধারাবাহিকতা। আইসিসি সহযোগী দেশগুলোর ম্যাচকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার পর থেকে এই ধরনের রেকর্ড প্রায়ই দেখা যাচ্ছে। সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হওয়ার ঘটনাই হোক, কিংবা নেপালের ২৭৩ রানের ব্যবধানে জয়—এই সব ঘটনাগুলো সহযোগী দেশগুলোর ক্রিকেট মান নিয়ে প্রশ্ন তুলেছে।

বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সহযোগী দেশগুলোর জন্য আরও উন্নত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধার ব্যবস্থা না করলে এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্কোরকার্ড (সংক্ষেপ) : নাইজেরিয়া ইনিংস: ২৭১/৩ (২০ ওভার)

  • জোসেফ ইজেকেল: ১২৭ (৬৯)
  • জেমস ওকিচুকু: ৭৮ (৪৩)
  • সামুয়েল এডোকা: ২৩* (৯)
  • উইকেট: ফ্রাঙ্ক ড্যানিয়েল ১/৪৫

আইভরি কোস্ট ইনিংস:  ৭/১০ (৫.৪ ওভার)

  • শীর্ষ স্কোর: অতিরিক্ত (৫)
  • ডেভিড ওলালেকান: ৩-০-২-৫
  • মাইকেল উজোচুকু: ২-০-১-৩

ফলাফল: নাইজেরিয়া ২৬৪ রানে জয়ী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর