[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

অবশেষে গোলের দেখা পেলো এমবাপ্পে, রিয়ালের সহজ জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪ ৩:০৫ পিএম

চার ম্যাচ গোলশূন্য থাকার পর অবশেষে লা লিগায় গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপ্পে। রবিবার লেগানেসের মাঠে তার গুরুত্বপূর্ণ গোলের সঙ্গে ফেদেরিকো ভালভার্দে ও জুড বেলিংহামের লক্ষ্যভেদে রিয়াল মাদ্রিদ সহজ জয় তুলে নিয়েছে। ম্যাচ শেষে স্কোরলাইন ছিল ৩-০। এই জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় স্থানে ফিরেছে এবং বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়েছে।

লেগানেসের মাঠে খেলা হলেও শুরু থেকেই রিয়াল মাদ্রিদ আক্রমণে আধিপত্য দেখায়। ভিনিসিয়ুস জুনিয়র ও এমবাপ্পের রসায়ন কার্যকর ছিল পুরো ম্যাচ জুড়ে। ম্যাচের ৪৩ মিনিটে ভিনিসিয়ুসের বাড়ানো পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন এমবাপ্পে। এটি তার লা লিগায় এ মৌসুমের সপ্তম গোল। এমবাপ্পের এই গোল রিয়ালের প্রথমার্ধের পারফরম্যান্সকে আরও উজ্জ্বল করে।

দ্বিতীয়ার্ধে রিয়ালের ভালভার্দে ও বেলিংহামের ম্যাজিক ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয়ার্ধেও বল দখলে আধিপত্য ধরে রাখে রিয়াল। ৬৬ মিনিটে জুড বেলিংহ্যাম ফাউলের শিকার হলে, ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে স্কোরলাইন ২-০ করেন ফেদেরিকো ভালভার্দে।

ম্যাচের ৮৫ মিনিটে বেলিংহাম নিজেও গোলের তালিকায় নাম লেখান। ব্রাহিম দিয়াসের একটি দূরপাল্লার শট লেগানেসের একজন ডিফেন্ডারের পায়ে লেগে ক্রসবারে প্রতিহত হয়। ফিরতি বলটি হেডে জালে পাঠিয়ে স্কোরলাইন ৩-০ করেন ইংলিশ মিডফিল্ডার। এই গোল তার অসাধারণ ফর্মেরই একটি উদাহরণ।

এরপর ম্যাচের বাকি সময়টায় কোনো উল্লেখযোগ্য আক্রমণ রচনা করতে পারেনি লেগানেস। বেলিংহাম মাঠ ছাড়ার পর এন্দ্রিক মাঠে নামলেও স্কোরলাইনে আর কোনো পরিবর্তন হয়নি।

এই জয়ের ফলে ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ উঠে এসেছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে ২৯ পয়েন্টে। অন্যদিকে, ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।

চ্যাম্পিয়ন্স লিগের মহারণের আগে এই দাপুটে জয়ের ফলে রিয়াল মাদ্রিদ বেশ আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে। আগামী বুধবার তারা অ্যানফিল্ডে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের মুখোমুখি হবে। এটি হতে চলেছে একটি ব্লকবাস্টার ম্যাচ। এই জয়ে তারা শুধু পয়েন্ট টেবিলে উন্নতি করেনি, বরং চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাসও অর্জন করেছে।

রিয়াল মাদ্রিদ হয়ে গোল করেন,  কিলিয়ান এমবাপ্পে (৪৩'), ফেদেরিকো ভালভার্দে (৬৬'), জুড বেলিংহাম (৮৫')

লা-লিগার বর্তমান পয়েন্ট টেবিলে যথাক্রমে, ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে বার্সালোনা শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে। এক ম্যাচ কম খেলে রিয়াল ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়েতে অবস্থান।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর