[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

পার্থে ভারতের রেকর্ডগড়া জয়, ঘরের মাঠে নাস্তানাবুদ অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪ ২:৪১ পিএম

পার্থে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারত তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছে। অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে সফরকারীরা ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। ৪৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ভারতের এটি অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট জয়ের কীর্তি।

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ১৫০ রানে অলআউট হওয়া ভারতই দ্বিতীয় ইনিংসে ৪৮৭ রানের বিশাল সংগ্রহ গড়ে। সেই পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ২৩৮ রানে। ভারতের এই দাপুটে পারফরম্যান্স কেবল ম্যাচ জয় নয়, এটি তাদের সামগ্রিক টেস্ট ইতিহাসের একটি অনন্য অধ্যায়।

ভারতের প্রথম ইনিংস শুরু হয়েছিল হতাশাজনকভাবে। মাত্র ১৫০ রানে অলআউট হয় সফরকারীরা। রোহিত শর্মা ৪২ রান করে কিছুটা লড়াই করলেও বাকিরা ছিলেন ছন্দহীন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স মিলে ভারতের টপ অর্ডার ধসিয়ে দেন।

জবাবে অস্ট্রেলিয়ার ব্যাটিংও ছিল আরও হতাশাজনক। ১০৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরা ছিলেন অনবদ্য। তাদের আগুনঝরা বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি।

ভারতের দ্বিতীয় ইনিংসেই ম্যাচের মোড় ঘুরে যায়। রোহিত শর্মার অসাধারণ সেঞ্চুরি (১৩২), বিরাট কোহলির পরিপক্ব ব্যাটিংয়ে (১০১), এবং শ্রেয়াস আয়ারের কার্যকর ৮৭ রানে ভারত তুলে ফেলে ৪৮৭ রান। অস্ট্রেলিয়ার বোলাররা এই ইনিংসে কোনো ছন্দ খুঁজে পায়নি।

৫৩৪ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া তৃতীয় দিনেই হারিয়ে ফেলে ৩ উইকেট। চতুর্থ দিনে খেলা শুরু হতেই মোহাম্মদ সিরাজ উসমান খাজাকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন। যদিও ট্রাভিস হেড (৮৯) কিছুটা প্রতিরোধ গড়েছিলেন, কিন্তু বাকিরা ছিলেন অসহায়।

জসপ্রিত বুমরা ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। তাকে সমর্থন দেন মোহাম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন।

এই জয় ভারতের জন্য ঐতিহাসিক। এটি তাদের অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে, ১৯৭৮ সালে মেলবোর্নে ২২২ রানে জয়ই ছিল ভারতের সেরা।

এখন ১-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জেতার দারুণ সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মেলবোর্নে। যেখানে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, আর ভারত তাদের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া। এই ম্যাচের ফলাফল শুধু জয় নয়; এটি ভারতীয় ক্রিকেটের সামর্থ্যের চিত্র তুলে ধরেছে।

ম্যাচের স্কোরকার্ড : 

ভারত

১ম ইনিংস: ১৫০ (রোহিত শর্মা ৪২, মিচেল স্টার্ক ৩/৩৫, প্যাট কামিন্স ৩/৪০)

২য় ইনিংস: ৪৮৭ (রোহিত শর্মা ১৩২, বিরাট কোহলি ১০১, শ্রেয়াস আয়ার ৮৭, স্টার্ক ৩/৮১, কামিন্স ২/১০৩)

অস্ট্রেলিয়া:

১ম ইনিংস: ১০৪ (স্টিভ স্মিথ ৩৩, মোহাম্মদ শামি ৩/২৪, জসপ্রিত বুমরা ৩/২৭)

২য় ইনিংস: ২৩৮ (ট্রাভিস হেড ৮৯, স্টিভ স্মিথ ৪৪, জসপ্রিত বুমরা ৫/৬২, অশ্বিন ২/৪৯)

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর