আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাহরাইন টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় বাহরাইনে অনুষ্ঠেয় ‘২০২৪ ডেভিস কাপ এশিয়া / ওশানিয়া গ্রুপ-৫’ টেনিস প্রতিযোগিতার চতুর্থ দিনের ৫ম-৬ষ্ঠ স্থান নির্ধারনী খেলায় বাংলাদেশ দল ০-৩ ম্যাচে গুয়াম এর নিকট পরাজিত হয়।
প্রথম এককে বাংলাদেশের হানিফ মুন্না ৪-৬, ০-৬ গেমে গুয়াম এর ডানিয়েল এর নিকট এবং জারিফ আবরার ৬-৪, ৪-৬, ৩-৬ গেমে গুয়ামের ক্যামাচো এর নিকট পরাজিত হয়। দ্বৈতের খেলায় বাংলাদেশের জারিফ ও রুস্তম জুটি ০-৬, ৪-৬ গেমে গুয়াম এর দৃক ও আরমান এর নিকট পরাজিত হয়। ফলে বাংলাদেশ দল ০-৩ ম্যাচে গুয়াম এর নিকট পরাজিত হয়।
বাংলাদেশ দল ১৫টি দলের মধ্যে ৬ষ্ঠ স্থান অধিকার করে। উল্লেখ্য প্রতিযোগিতায় স্বাগতিক বাহরাইনসহ বাংলাদেশ, ভূটান, ব্রুনাই, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, ইয়েমেন, নেপাল, তাজিকিস্তান, গুয়াম, তূর্কমেনিস্তান, নর্দার্ন ম্যারিনা আইল্যান্ড ও ফিলিপাইন ডেভিস কাপ দল অংশগ্রহণ করে। বাংলাদেশ দল ২৪ নভেম্বর ২০২৪ বাংলাদেশের উদ্দেশ্যে বাহরাইন ত্যাগ করবে এবং ২৫ নভেম্বর ২০২৫ দেশে প্রত্যাবর্তন করবে।
এসআর
মন্তব্য করুন: