অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল।
তার ১৬১ রানের ইনিংসের পর সেঞ্চুরি পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। প্রথম ইনিংসে ১৫০ রান করার পর, দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ভারত ইনিংস ঘোষণা করে। এতে অস্ট্রেলিয়ার সামনে ৫৩৪ রানের টার্গেট দাঁড়ায়।
এই লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে শেষ বিকেলে ১২ রান তুলতে গিয়ে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এর ফলে পার্থ টেস্টে জয়ের আভাস পাচ্ছে ভারত।
দিনের শেষে, কোহলির সেঞ্চুরি স্পর্শের পর ভারত ইনিংস ঘোষণা করে। ৪৯৬ দিন পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির দেখা পান কোহলি। জয়সওয়ালের ১৬১, লোকেশ রাহুলের ৭৭, অভিষিক্ত রেড্ডির ৩৮ এবং কোহলির অপরাজিত ১০০ রানের ইনিংসে ভারতের রান পাহাড় তৈরি হয়। তাতে প্রথম ইনিংসে পাওয়া ৪৬ রানের লিডও যুক্ত হয়।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ বিকেলে তিন উইকেট হারায়। বুমরাহ ২টি উইকেট এবং মোহাম্মদ সিরাজ ১টি উইকেট শিকার করেন। অস্ট্রেলিয়ার ইনিংসে একমাত্র ক্রিজে আছেন উসমান খাজা। চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন তিনি, তবে ভারতীয় বোলারদের বিরুদ্ধে তাদের জন্য চ্যালেঞ্জ থাকবে।
এসআর
মন্তব্য করুন: