[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তুতি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪ ৩:৪১ পিএম

দীর্ঘদিন ধরে সংস্কারাধীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আবারও আন্তর্জাতিক ফুটবলের প্রাণকেন্দ্র হয়ে উঠতে যাচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের জন্য স্টেডিয়ামটি প্রস্তুত করার কাজ পুরোদমে চলছে। স্টেডিয়াম সংস্কারের অগ্রগতি দেখতে শনিবার (২৩ নভেম্বর) সরেজমিন পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী।

দীর্ঘদিনের অবহেলায় স্টেডিয়ামটি খেলাধুলার জন্য অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কার কাজের মাধ্যমে স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করে তুলতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। দেড়শ কোটি টাকা ব্যয়ে চালু এই প্রকল্পের আওতায় মাঠ, গ্যালারি, ফ্লাডলাইট, দর্শক আসন এবং সৌন্দর্যবর্ধনের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

সচিব বলেন, “স্টেডিয়ামের সৌন্দর্য এবং পরিচ্ছন্নতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলার পরিবেশ যেন সবার জন্য উপযোগী হয়, সে লক্ষ্যে কাজ করছি। গ্যালারিতে লাইটিংসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি সংযোজন করা হবে।"

ক্রীড়া সচিবের মতে, আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামে কমপক্ষে ২,০০০ লাক্স আলোর প্রয়োজন। তবে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) এই চাহিদা আরও বাড়িয়ে ৩,০০০ লাক্সে উন্নীত করার প্রস্তাব দিয়েছে, যা উন্নতমানের টিভি প্রোডাকশনের জন্য অত্যন্ত জরুরি।

নতুন ফ্লাডলাইটের স্থাপনায় বুয়েটের প্রযুক্তিগত পরামর্শ নেওয়া হচ্ছে। সচিব বলেন, “বুয়েটের সুপারিশ পেলে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ফ্লাডলাইট স্থাপনের কাজ শুরু হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান এরই মধ্যে লাইট চূড়ান্ত করেছে।”

আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ স্বাগতিকের ভূমিকা পালন করবে। বাফুফের পরিকল্পনা এই টুর্নামেন্টটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা। ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ এ বিষয়ে ইতিবাচক।

“আমাদের লক্ষ্য সাফ চ্যাম্পিয়নশিপের আগেই স্টেডিয়ামের কাজ শেষ করা,” বলেন সচিব। “ফ্লাডলাইটের কাজ ছাড়া বাকি সব কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করছি।”

পরিদর্শনকালে সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, নির্বাহী সদস্য ইকবাল হোসেন, প্রকল্প পরিচালক এবং ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে শুধুমাত্র খেলার মাঠ নয়, একটি আন্তর্জাতিক মানের আধুনিক স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সচিব বলেন, “এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে খেলোয়াড়, দর্শক এবং আয়োজকদের জন্য আধুনিক সুবিধা নিশ্চিত করা হবে।"

সংস্কারের এই কাজ শেষ হলে সাফ চ্যাম্পিয়নশিপের মতো বড় ইভেন্ট আয়োজন করে বাংলাদেশ ফুটবলে নতুন উদ্যম ফিরিয়ে আনতে পারবে বলে আশা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর