অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় দিনের খেলায় ওয়েস্ট ইন্ডিজের দাপটের সামনে চাপে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বাগতিকদের বিশাল সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসানকে হারিয়ে বিপর্যয়ে পড়েছে সফরকারীরা।
শনিবার (২৩ নভেম্বর) দ্বিতীয় দিন শেষে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে মাত্র ৪০ রান। তারা এখনও ৪১০ রানে পিছিয়ে আছে স্বাগতিকদের প্রথম ইনিংসের ৪৫০ রানের বিপরীতে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলকে তৃতীয় দিনে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে।
দিনের শুরুতে ২৫০ রানে ৫ উইকেটে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দ্রুতই ২ উইকেট হারায় তারা। মাত্র ১১ রান যোগ করতেই ফিরে যান অধিনায়ক জার্মেইন ব্ল্যাকউড (৬৩) এবং জশুয়া ডি সিলভা (১৮)। তবে এরপরই ইনিংসের হাল ধরেন জাস্টিন গ্রিভস। টেলএন্ডার কেমার রোচকে নিয়ে ষষ্ঠ উইকেটে গড়েন ১৪০ রানের অনবদ্য জুটি।
বারবাডিয়ান অলরাউন্ডার জাস্টিন গ্রিভস তার ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন। ২০৬ বল খেলে ৪টি চার হাঁকিয়ে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলেন তিনি। রোচ তার সঙ্গ দিয়ে ১৪৪ বলে ৪৭ রান করেন। শেষ দিকে জেডন সিলস (১৮) এবং শামার জোসেফ (১১) ছোট কিন্তু কার্যকরী অবদান রাখেন। দলীয় ৪৫০ রানে ৯ উইকেটে ইনিংস ঘোষণা করেন ক্যারিবীয় অধিনায়ক।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা একদম ভালো হয়নি। দশম ওভারে জেডন সিলসের বল সামলাতে গিয়ে বোল্ড হন জাকির হাসান। ৩৪ বলে ৩টি চারের সাহায্যে তিনি করেন ১৫ রান। ঠিক পরের ওভারেই শামার জোসেফের বলে কভারে ক্যাচ তুলে দেন মাহমুদুল হাসান জয়। ৩৩ বলে মাত্র ৫ রান আসে তার ব্যাট থেকে।
দ্রুত দুই ওপেনার হারানোর পর বাকি সময়টা সাবধানী ব্যাটিংয়ে কাটিয়ে দেন মুমিনুল হক এবং শাহাদাত হোসেন দীপু। মুমিনুল ২৩ বলে ৭ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। তার সঙ্গী দীপু ৩১ বলে করেন ১০ রান।
৪১০ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে তৃতীয় দিনে ধৈর্যশীল ব্যাটিং করে ইনিংস হার এড়ানোর চেষ্টা করতে হবে। মুমিনুল ও দীপুর পাশাপাশি মিডল অর্ডারের ওপর বড় দায়িত্ব থাকবে। তবে বিশাল লক্ষ্যের চাপ এবং প্রতিপক্ষ বোলারদের গতি ও বৈচিত্র্যের সামনে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে।
স্কোরবোর্ড (দ্বিতীয় দিন শেষে): ওয়েস্ট ইন্ডিজ: ৪৫০/৯ (ইনিংস ঘোষণা)
জাস্টিন গ্রিভস: অপরাজিত ১১৫ (২০৬ বল, ৪ চার)
কেমার রোচ: ৪৭ (১৪৪ বল, ২ চার), মেহেদী হাসান মিরাজ: ৩/৮৯
বাংলাদেশ: ৪০/২ (২০ ওভার),
জাকির হাসান: ১৫ (৩৪ বল, ৩ চার), মাহমুদুল হাসান জয়: ৫ (৩৩ বল)
এসআর
মন্তব্য করুন: