[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

যুব এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনে আমিরাতের পথে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪ ২:৫৩ পিএম

চলতি মাসের শেষভাগে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশের নেতৃত্ব দেবেন আজিজুল হক তামিম। ১৪ সদস্যের স্কোয়াড নিয়ে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে রোববার সকালে মধ্যপ্রাচ্যের দেশ আমিরাতের উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দলের সঙ্গে রয়েছেন কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং অফিসিয়াল সদস্যরাও।

বাংলাদেশ গতবারের যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন। তাই শিরোপা ধরে রাখার মিশন নিয়ে মাঠে নামলেও কোনো চাপ নিতে চায় না ইয়াং টাইগাররা। বরং ইতিবাচক ক্রিকেট খেলে টুর্নামেন্টটিকে ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে তারা। দেশ ছাড়ার আগে মিরপুরের হোম অব ক্রিকেটে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেয় বাংলাদেশ দল। যুবদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি দলকে ম্যাচ উপভোগের পরামর্শ দেন এবং জয়ের পাশাপাশি ইতিবাচক মানসিকতার ওপর গুরুত্বারোপ করেন।

 

ফটোসেশনের পর গণমাধ্যমের সামনে অধিনায়ক আজিজুল হক তামিম বলেন, "প্রস্তুতি ভালো হয়েছে। গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছি। স্কোয়াডের খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের মধ্যে ভালো সমন্বয় হয়েছে। গতবারের শিরোপা ধরে রাখার চেষ্টা করব। তবে আমাদের লক্ষ্য আরও বড়—বাংলাদেশ দলে ভালোভাবে জায়গা করে নেওয়া।"

 

এই স্কোয়াডে রয়েছেন গত যুব বিশ্বকাপে খেলা পাঁচ ক্রিকেটার। তাদের অভিজ্ঞতা দলে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন অধিনায়ক। তিনি আরও বলেন, "তাদের কাছ থেকে আমরা শিখছি। তবে দিনশেষে দলগত চেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলের প্রত্যেকে নিজেদের ভূমিকা সঠিকভাবে পালন করলে সাফল্য আসবে।"

বাংলাদেশের এবারের স্কোয়াডে অলরাউন্ডারের সংখ্যা বেশি, যা দলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। তবে পেস এবং স্পিন ইউনিট নিয়ে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। কোচ নাভিদ নাওয়াজ জানান, "২০২০ সালের যুব বিশ্বকাপ দলের সঙ্গে বর্তমান দলের তুলনা করলে দেখা যায়, এবার অলরাউন্ডার বেশি। তবে জিম্বাবুয়ের কন্ডিশনে স্পিনারদের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ হবে। আমরা সেই অনুযায়ী পরিকল্পনা করছি। ক্রিকেটাররা জুলাই থেকে প্রস্তুতি নিচ্ছে, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে সাফল্য আসবে।"

 

বাংলাদেশ দল আরব আমিরাতে পৌঁছে ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেপাল এবং আফগানিস্তান। প্রতিটি ম্যাচেই বাড়তি সতর্কতার সঙ্গে খেলার লক্ষ্য দলের।

 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: আজিজুল হক তামিম (অধিনায়ক), আইমান রহমান, মেহেদি হাসান, আশিকুর রহমান, শফিকুল ইসলাম, রিশাদ রহমান, সাব্বির হোসেন, তারেক মাহমুদ, আরিফুল ইসলাম, শামীম আহমেদ, আরাফাত হোসেন, ফয়সাল হাসান, রাকিবুল হাসান, সাইফুল্লাহ আহমেদ।

 

শিরোপা ধরে রাখা এবং ভবিষ্যতের প্রস্তুতির জন্য এবারের আসরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২৯ নভেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্ট, যেখানে নিজেদের সেরা ক্রিকেট প্রদর্শনের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর