বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে সুরের জাদু ছড়াতে ঢাকায় আসছেন পাকিস্তানের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। এ খবর নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন হাইকমিশনার মারুফ। বৈঠকের পর এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে তিনি জানান, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে রাহাত ফতেহ আলী খানের অংশগ্রহণসহ দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি সূত্র জানায়, আন্তর্জাতিক তারকা ছাড়াও দেশীয় সংগীতাঙ্গনের তারকারা থাকছেন উদ্বোধনী অনুষ্ঠানে। এর মধ্যে নগরবাউল জেমস এবং মাইলস ব্যান্ডের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এখনো চূড়ান্ত সম্মতি জানাননি জেমস।
বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য ফাহিম সিনহা জানান, দর্শকদের মাঠে আনতে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “টিকিটের উচ্চমূল্যের কারণে অনেক দর্শক মাঠে আসতে চাইছিল না। এবার আমরা টিকিটের মূল্য এমনভাবে নির্ধারণ করছি যাতে সবার জন্য সহজলভ্য হয়। এতে করে দর্শক উপস্থিতি বাড়বে বলে আশা করছি,” বলেন তিনি।
১১তম আসর সফল করতে বিসিবি পুরোপুরি প্রস্তুত। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিমধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া শুরু হয়েছে। নির্ধারিত সময়ের আগে চট্টগ্রাম, সিলেট এবং ঢাকা ভেন্যুগুলো পুরোপুরি প্রস্তুত রাখা হবে। বিসিবি জানায়, এই আয়োজনকে দর্শকবান্ধব করতে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা পাওয়া যাচ্ছে।
অনুষ্ঠানে থাকবে আলো ঝলমলে আতশবাজি, আধুনিক লাইট শো, এবং স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পীদের সম্মিলিত পরিবেশনা। একাধিক নতুন প্রযুক্তি ব্যবহার করে পুরো আয়োজন দর্শকদের জন্য আরও আকর্ষণীয় করার পরিকল্পনা নিয়েছে আয়োজকরা।
বিপিএলের ১১তম আসর নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। বিসিবি আশা করছে, দর্শকদের সরাসরি মাঠে এনে এই টুর্নামেন্টে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করা সম্ভব হবে।
এসআর
মন্তব্য করুন: