[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

লুই-আথানেজের প্রতিরোধ ভেঙে লড়াইয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪ ৭:০১ এএম
আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ৭:০৭ এএম

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম দিনের ব্যাটিংয়ে ছিল চড়াই-উতরাই। সকালে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়লেও মিকাইল লুই ও আলিক আথানেজের দৃঢ় জুটিতে লড়াইয়ে ফেরে ক্যারিবিয়ানরা। তবে নব্বইয়ের ঘরে দুই ব্যাটসম্যানকে থামিয়ে দিনশেষে ম্যাচের লাগাম ধরে রাখে বাংলাদেশ।

আলোকস্বল্পতার কারণে আগেভাগে শেষ হওয়া দিনে, ৮৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২৫০ রান। উইকেটে অপরাজিত আছেন জশুয়া দা সিলভা (১৪) ও জাস্টিন গ্রিভস (১১)।

সকাল থেকে বিকেল: ব্যাট-বলের উত্তাপ

ম্যাচের শুরুটা ছিল বাংলাদেশের পেসারদের দখলে। শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের আঁটসাঁট বোলিংয়ে ২৫ রানের মধ্যেই দুই ওপেনারকে ফেরায় বাংলাদেশ। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট (৪) ও কেসি কার্টি (০) ব্যর্থ হলে চাপ বাড়ে স্বাগতিকদের ওপর।

 

কিন্তু তৃতীয় উইকেটে লুই ও আথানেজের ব্যাটিং দৃঢ়তায় চাপ সামলে ওঠে ক্যারিবিয়ানরা। মিকাইল লুই শুরু থেকেই দেখেশুনে খেললেও ধীরে ধীরে আক্রমণাত্মক রূপ নেন। অন্যদিকে, আথানেজ শুরুতে কিছুটা নড়বড়ে থাকলেও পরে আত্মবিশ্বাসী শটে ইনিংস গড়েন।

দুপুরের পর আক্রমণাত্মক মেজাজে দুজনেই বলের ফাঁক খুঁজে রান তুলতে থাকেন। দুজনের জুটিতে যোগ হয় ১৪০ রান। প্রথম সেশনের পর বাংলাদেশকে বড় চাপের মুখে ফেলে তারা।

 

নব্বইয়ের ঘরে আটকা লুই-আথানেজ

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন লুই ও আথানেজ। কিন্তু দুজনেই নব্বইয়ের ঘরে থেমে যান। লুই যখন ৯৭ রানে, তখন মেহেদী হাসান মিরাজের বলকে ছক্কায় পরিণত করতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন। আথানেজও ৯০ রান করে তাসকিন আহমেদের শিকারে পরিণত হন।

 

লুইয়ের ইনিংসে ছিল ধৈর্য ও পরিকল্পনার ছাপ। অন্যদিকে, আথানেজের ইনিংস ছিল গতিশীল ও আক্রমণাত্মক। তাদের বিদায়ে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা পিছিয়ে পড়ে।

 

শেষ সেশনে বোলারদের চ্যালেঞ্জ

তৃতীয় সেশনে বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম ও মিরাজ কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পেলেও বড় পার্থক্য গড়ে দেন তাসকিন আহমেদ। তার নিয়ন্ত্রিত লাইন-লেংথে আক্রমণে বাধা পায় ওয়েস্ট ইন্ডিজ।

দিনের খেলা শেষের আগে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বোর্ডে যোগ হয় আরও কিছু রান। তবে দ্বিতীয় নতুন বল হাতে থাকায় দ্বিতীয় দিনের সকালে দ্রুত স্বাগতিকদের গুটিয়ে দেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫০/৫ (৮৪ ওভার)

মিকাইল লুই ৯৭, আলিক আথানেজ ৯০, ব্র্যাথওয়েট ৪, কেসি কার্টি ০, শায়েন মোসলে ২৫, জাস্টিন গ্রিভস ১১, জশুয়া দা সিলভা ১৪

বাংলাদেশের বোলিং: তাসকিন ১৫-২-৪৬-২, তাইজুল ২২-৪-৬৭-১, মিরাজ ১৬-২-৪৭-১, শরিফুল ১৩-৪-২৭-০, হাসান মাহমুদ ১৮-৩-৫৪-০

দ্বিতীয় দিনে বল হাতে আরও কার্যকর হতে হবে বাংলাদেশকে, কারণ উইকেটের পরিস্থিতি ব্যাটসম্যানদের জন্য ক্রমশ সহজ হয়ে উঠছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর