বসুন্ধরা কিংস ২০২৪-২৫ মৌসুমের প্রথম ট্রফি ঘরে তুলল বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ জয়ের মাধ্যমে। এক ম্যাচের নতুন প্রতিযোগিতায় কিংস অ্যারেনায় শুক্রবার মোহামেডানকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি।
ম্যাচের শুরুতে মোহামেডানের পক্ষে এগিয়ে গিয়ে ম্যাচে উত্তেজনা ছড়ান সুলেমানে দিয়াবাতে। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে বসুন্ধরা কিংস জয় নিশ্চিত করে। তপু বর্মন, ফয়সাল আহমেদ ফাহিম, ও মিগেল ফিগেইরা দামাশেনোর গোলে দলটি মাঠ ছাড়ে বিজয়ের হাসি নিয়ে।
ম্যাচের শুরুতে স্বাধীন বাংলা ফুটবল দলের প্রয়াত অধিনায়ক জাকারিয়া পিন্টু এবং বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়। গ্যালারিতে প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিল্পিত গ্রাফিতি ও ছবি প্রদর্শিত হয়।
শুরুতেই মোহামেডান সমর্থকরা উৎসবে মেতে ওঠে। সপ্তম মিনিটে ইমানুয়েল সানডের নিখুঁত ক্রসে হেড করে জাল খুঁজে নেন দিয়াবাতে। কিন্তু কিংসের ডিফেন্সের দুর্বলতা এখানেই ধরা পড়ে। তপু বর্মন ও সাদউদ্দিনের ভুলে সহজেই গোলটি করেন মোহামেডানের ফরোয়ার্ড।
প্রথমার্ধে কিংস গোলের জন্য বেশ কয়েকবার আক্রমণে গেলেও ফিনিশিং ব্যর্থতায় গোলশূন্য থেকে বিরতিতে যায়। রহিম উদ্দিন ও দামাশেনোর শট আটকে দেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহামেডানের রক্ষণে চাপ বাড়ায় কিংস। তবে ৬২তম মিনিটে মাঠে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। গ্যালারি থেকে স্মোক ফ্লেয়ার ছোঁড়ার কারণে ১০ মিনিট খেলা বন্ধ থাকে। ধোঁয়া সরে যাওয়ার পরপরই ম্যাচে সমতা ফেরায় কিংস।
দামাশেনোর কর্নার থেকে তপু বর্মনের দ্রুত পায়ের শটে বল জালে জড়ায়। এরপর ফাহিম ও দামাশেনোর যুগলবন্দি আক্রমণে ম্যাচে এগিয়ে যায় কিংস। ৮১তম মিনিটে ফাহিমের চমৎকার ভলিতে আসে দ্বিতীয় গোল। যোগ করা সময়ে নিজের কারিকুরির জাদুতে শেষ গোলটি করেন দামাশেনো, যেটি নিশ্চিত করে কিংসের শিরোপা।
শেষ মুহূর্তে মোহামেডান জালে বল জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। আলফাজ আহমেদের দল বারবার আক্রমণে গেলেও কিংসের রক্ষণভাগ ধরে রাখে নিজেদের দৃঢ়তা।
এই জয়ে বসুন্ধরা কিংস তাদের শিরোপার সংখ্যা বাড়িয়ে ১২-এ নিয়ে যায়। নতুন কোচ ভালেরি তিতে কিংসের হয়ে প্রথম শিরোপার স্বাদ পান। গ্যালারিতে উপস্থিত কিংস সমর্থকরা দলের এই জয়ে অভিভূত।
বসুন্ধরা কিংসের এই জয় শুধু ট্রফি জেতা নয়, প্রতিপক্ষের বিরুদ্ধে মানসিক দৃঢ়তাও প্রমাণ করে। নতুন মৌসুমের শুরুতেই শিরোপা জিতে তারা নিজেদের আরও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এসআর
মন্তব্য করুন: