[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ আকবর

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৪ ১০:৫৬ এএম
আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১০:৫৯ এএম

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রংপুর বিভাগের অধিনায়ক ও ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীকে শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে দুটি অপরাধের কারণে তার ম্যাচ ফির ৯৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত বরিশাল ও রংপুরের ম্যাচে আকবরের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ এবং ড্রেসিংরুমে চেয়ার ভাঙার অভিযোগ আনা হয়। ম্যাচ রেফারি আখতার আহমেদের প্রতিবেদন অনুযায়ী, এনসিএলের টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু আকবরের শাস্তির বিষয়টি নিশ্চিত করেন।

 

ম্যাচের তৃতীয় দিনে ফিল্ডিং করার সময় আকবর আম্পায়ারের সঙ্গে দীর্ঘ তর্কে জড়ান। তার বিরুদ্ধে অতিরিক্ত আবেদন করারও অভিযোগ ওঠে। এ ঘটনার জন্য তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয় এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

 

পরদিন চতুর্থ দিনে, কট বিহাইন্ডের আবেদন উপেক্ষিত হওয়ায় আম্পায়ারের প্রতি অসন্তোষ প্রকাশ করেন আকবর। মধ্যাহ্ন বিরতির সময় ড্রেসিংরুমে ফিরে রেগে গিয়ে চেয়ার লাথি মেরে ভেঙে ফেলেন। এ ঘটনার জেরে আচরণবিধির লেভেল-২ ধারা ভাঙার অপরাধে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা, ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা এবং চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। সব মিলিয়ে এক ম্যাচে তার জরিমানা দাঁড়ায় ম্যাচ ফির ৯৫ শতাংশ।

 

জাতীয় লিগের নিয়ম অনুযায়ী, পাঁচটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় আকবরকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। রংপুরের পক্ষে পাঁচ ম্যাচে দুটি জয় ও দুটি ড্র থাকায় শীর্ষে থাকা সিলেটকে চ্যালেঞ্জ জানানো সম্ভব ছিল। তবে অধিনায়কের অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াবে।

 

আকবরের নেতৃত্বে বাংলাদেশ ২০২০ সালে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল। এনসিএল টি-টোয়েন্টি দিয়ে আবার মাঠে ফেরার সম্ভাবনা থাকলেও এই নিষেধাজ্ঞা তার ক্রিকেট ক্যারিয়ারে একটি সতর্কবার্তা হয়ে থাকবে।

 

শৃঙ্খলা বজায় রাখা এবং আবেগ নিয়ন্ত্রণের গুরুত্ব এবার নতুন করে অনুভব করবেন এই প্রতিভাবান ক্রিকেটার।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর