[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

ইন্টার মায়ামির দায়িত্ব ছাড়লেন মার্তিনো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪ ৬:১৬ পিএম

মেসি-সুয়ারেসদের কোচিং থেকে সরে দাঁড়ানোর পথে তাতা মার্তিনো। ইন্টার মায়ামির ডাগআউটে হয়তো শেষবারের মতো দেখা গেছে আর্জেন্টাইন কোচ জেরার্দো তাতা মার্তিনোকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি কোচের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও ক্লাব কিংবা মার্তিনো নিজে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি।

মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, ৬১ বছর বয়সী এই কোচ ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টার মায়ামির প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে শুক্রবার। সেদিন ইন্টার মায়ামি একটি সংবাদ সম্মেলন আয়োজন করবে, যেখানে ক্লাবের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মার্তিনোর বক্তব্য শোনার কথা রয়েছে।

মার্তিনোর কোচিংয়ে ২০২৩ সালে ইন্টার মায়ামি তাদের প্রথম লিগস কাপ শিরোপা জয় করে। এই শিরোপা জয়ের মাধ্যমে তারা নিজেদের প্রতিষ্ঠার দিকটি দৃঢ় করে তোলে। একই বছরে সাপোর্টার শিল্ড জিতলেও মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই অ্যাটলান্টা ইউনাইটেডের বিপক্ষে হেরে বিদায় নেয় মায়ামি।

মার্তিনোর কোচিং ক্যারিয়ার অত্যন্ত সমৃদ্ধ। এর আগে মেক্সিকো জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিন বছরের বেশি সময়। ২০২২ কাতার বিশ্বকাপে মেক্সিকো প্রথমবারের মতো চার দশকের বেশি সময় পর গ্রুপ পর্ব থেকে বিদায় নিলে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

২০১৮ সালে অ্যাটলান্টা ইউনাইটেডকে এমএলএস কাপ শিরোপা জিতিয়ে মার্তিনো নতুন ইতিহাস রচনা করেন। তবে সেই সময়েও ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেননি।

মার্তিনো এবং লিওনেল মেসির সম্পর্ক দীর্ঘদিনের। বার্সেলোনায় একসঙ্গে কাজ করার পর ইন্টার মায়ামিতেও তাদের বন্ধন আরও দৃঢ় হয়। মেসি ছাড়াও লুইস সুয়ারেস এবং অন্যান্য তারকাদের কোচিং করিয়ে নিজের দক্ষতা বারবার প্রমাণ করেছেন এই অভিজ্ঞ কোচ।

মার্তিনোর পদত্যাগের খবরে ইন্টার মায়ামি ও তাদের সমর্থকরা ভীষণ চিন্তিত। তার কোচিং দক্ষতার ফলে ক্লাবটি দ্রুতই আমেরিকান ফুটবলে নিজেদের জায়গা করে নিয়েছিল। যদি তিনি সত্যিই পদত্যাগ করেন, তবে ইন্টার মায়ামিকে নতুন কোচের অধীনে নিজেদের পুনর্গঠন করতে হবে।

তাতা মার্তিনো একজন কোচ হিসেবে শুধু সাফল্যের প্রতীকই নন, বরং প্রতিটি দলের সঙ্গে তার মানবিক সম্পর্কও গভীর। তার পদত্যাগ যদি সত্যি হয়, তবে তা শুধু ইন্টার মায়ামির জন্য নয়, বরং গোটা ফুটবল জগৎেই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হওয়ার ইঙ্গিত দেবে।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর