[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

আবারো পয়েন্ট হারালো ব্রাজিল, দর্শকদের তিরস্কার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪ ২:৩৭ পিএম

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের নতুন বাস্তবতা। ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে গ্যালারি থেকে ভেসে এলো এক ভিন্ন সুর—দর্শকদের দুয়ো। নিজের মাঠে খেলা হলেও, ব্রাজিলের পারফরম্যান্সে ক্ষুব্ধ সমর্থকরা নিজেদের দলকেই প্রকাশ্যে ভর্ৎসনা করলেন। তবুও এই প্রতিক্রিয়ায় বিচলিত নন ব্রাজিলের উইঙ্গার রাফিনিয়া। বরং দলের প্রচেষ্টা এবং বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে তিনি গর্বিত।

ক্লাব ও জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়া ম্যাচে কয়েকবার ঝলক দেখালেও বড় কোনো প্রভাব ফেলতে পারেননি। তার দলও কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনতে ব্যর্থ। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বুধবার ভোরে উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।

প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়লেও ৫৫তম মিনিটে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ফেদে ভালভের্দের দারুণ এক গোলে উরুগুয়ে এগিয়ে যায়। তবে মাত্র সাত মিনিটের ব্যবধানে ব্রাজিল ম্যাচে সমতা ফেরায়। ফ্ল্যামেঙ্গোর মিডফিল্ডার জেহসন বক্সের ঠিক মাথা থেকে বাঁ পায়ের চমৎকার ভলিতে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোল করেন।

জেহসনের সমতাসূচক গোলের পর ব্রাজিল একাধিকবার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত আর জালের দেখা পায়নি। দর্শকদের ক্ষোভ বাড়তে থাকে এবং ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই সেই ক্ষোভ উচ্চকিত হয় দুয়ো দিয়ে।

দর্শকদের এমন প্রতিক্রিয়ার কারণ বুঝতে পারছেন রাফিনিয়া। তার মতে, মূলত ফলাফলের জন্যই তারা অসন্তুষ্ট। তবে তিনি দাবি করেন, খেলোয়াড়রা মাঠে নিজেদের সেরাটা দিয়েছেন।

“আমার মনে হয়, দুয়ো দেওয়া হয়েছে মূলত ফলাফলের জন্য। কারণ, আমরা নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছি। যারা খেলেছে এবং যারা বেঞ্চে ছিল, সবাইকে নিয়ে আমি গর্বিত। ফলাফল আমাদের পক্ষে না এলেও আমরা ভালো ফুটবল খেলেছি, এবং মাথা উঁচু রাখার মতো অনেক কারণ রয়েছে।”

ব্রাজিলের চেষ্টা যতই ইতিবাচক হোক, পয়েন্ট তালিকা তা প্রতিফলিত করছে না। ১২ ম্যাচ শেষে তাদের সংগ্রহ মাত্র ১৮ পয়েন্ট। তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে। উরুগুয়ে ২০ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। এই অঞ্চলের নিয়ম অনুযায়ী, শীর্ষ ছয়টি দল সরাসরি ৪৮ দলের বিশ্বকাপে জায়গা পাবে। পাশাপাশি সপ্তম দল প্লে-অফ খেলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাবে।

ব্রাজিলের পারফরম্যান্স তাদের ঐতিহ্যের সঙ্গে মানানসই না হলেও, রাফিনিয়া এবং তার সতীর্থরা নিজেদের প্রচেষ্টায় দৃঢ় আস্থা রাখছেন। সামনে আরও ম্যাচ বাকি থাকায়, দলটি এখনও বিশ্বকাপ নিশ্চিত করার সুযোগ ধরে রেখেছে। তবে তাদের উন্নতির জন্য প্রয়োজন দ্রুত ফলাফল বের করে আনা।

দর্শকদের দুয়োর সুর কেটে গিয়ে যদি জয়ের গর্জন ফিরে আসে, তবে হয়তো ব্রাজিল তাদের পুরনো গৌরব ফিরে পেতে পারবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর