ব্রাজিল ফুটবল বর্তমানে তাদের ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের পর থেকে দলের ছন্দপতন শুরু। একাধিক কোচ পরিবর্তনের পরও ঘুরে দাঁড়াতে পারেনি সেলেসাওরা। তিতে বিদায় নেওয়ার পর ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ এবং বর্তমান কোচ দরিভাল জুনিয়রের অধীনেও দলের অবস্থার উন্নতি হয়নি।
কোপা আমেরিকার ব্যর্থতা ও বিশ্বকাপ বাছাইয়ে মধ্যম সারির দলের মতো পারফরম্যান্স ব্রাজিলের ফুটবলপ্রেমীদের হতাশ করেছে। এই পরিস্থিতিতে দেশটির ফুটবলে নতুন চেহারা আনতে উদ্যোগী হয়েছেন রোনালদো নাজারিও।
২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম মহাতারকা রোনালদো ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি হিসেবে দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তার লক্ষ্য সেলেসাওদের পুনরুজ্জীবিত করা। এজন্য তিনি কোচ হিসেবে নিয়োগ দিতে চান পেপ গার্দিওলাকে, যিনি ক্লাব ফুটবলে একের পর এক শিরোপা জিতে সর্বজয়ী কোচ হিসেবে পরিচিত।
গার্দিওলাকে দলে ভেড়ানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে, এটি ব্রাজিল ফুটবলের জন্য যুগান্তকারী হতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে গার্দিওলা কি তার বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটিতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন, তা নিয়ে রয়েছে সংশয়।
ব্রাজিলের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এসআর
মন্তব্য করুন: