বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সংকটে পড়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চোটের কারণে দলের অন্যতম সেরা দুই ডিফেন্ডার নাহুয়েল মোলিনা এবং ক্রিস্তিয়ান রোমেরোকে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।
প্যারাগুয়ে ম্যাচে চোটের শিকার মোলিনা ও রোমেরো। বাংলাদেশ সময় গত শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের পরাজয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন মোলিনা ও রোমেরো। তবে ম্যাচ চলাকালেই চোটের কারণে তাদের মাঠ ছাড়তে হয়।
ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলা রোমেরো বেশ কিছুদিন ধরেই ডান পায়ের সমস্যায় ভুগছিলেন। প্যারাগুয়ের বিপক্ষে ব্যথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নামলেও প্রথমার্ধের পর আর খেলতে পারেননি। আর্জেন্টিনার মেডিক্যাল টিম তার চোটের অবস্থা আরও খারাপ হওয়ার শঙ্কা প্রকাশ করেছে। ইতোমধ্যে রোমেরোকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার নাহুয়েল মোলিনা পেশির চোটে ভুগছেন। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের ৭৮তম মিনিটে তাকে তুলে নেওয়া হয় এবং বদলি হিসেবে মাঠে নামেন গনসালো মনতিয়েল। চোটের কারণে মোলিনাও পেরুর বিপক্ষে খেলতে পারবেন না, বিষয়টি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে।
দলে নতুন সংযোজন গিলানো সিমেওনে। চোটের সংকটে নতুন খেলোয়াড় হিসেবে দলে ডাক পেয়েছেন আতলেতিকো মাদ্রিদের ২১ বছর বয়সী ফরোয়ার্ড গিলানো সিমেওনে। আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার ও বর্তমান আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনের ছেলে গিলানো ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য অনূর্ধ্ব-২৩ দলে খেলছেন। যদিও তার জাতীয় দলে অভিষেক এখনও হয়নি।
প্যারাগুয়ে ম্যাচের আগে আরও তিনজনকে হারায় আর্জেন্টিনা। চোটের কারণে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগেই দল থেকে ছিটকে গিয়েছিলেন ফরোয়ার্ড নিকোলাস গনসালেস এবং দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস ও হেরমান পেস্সেইয়া।
বাছাইপর্বে আর্জেন্টিনার অবস্থান পয়েন্ট টেবিলের সবার উপরে। ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১১ ম্যাচে ৭ জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। অন্যদিকে, সমান ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে পেরু রয়েছে ১০ দলের মধ্যে নবম স্থানে। আগামী বুধবার সকাল ৬টায় বাংলাদেশ সময় ঘরের মাঠে পেরুর মুখোমুখি হবে স্কালোনির দল।
পেরুর বিপক্ষে জয়ের জন্য শক্তিশালী ডিফেন্স একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলেও মোলিনা ও রোমেরোর অনুপস্থিতি আর্জেন্টিনার জন্য বড় চিন্তার কারণ। বিশেষ করে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে দলের অন্যান্য ডিফেন্ডারদের ওপর বাড়তি চাপ আসবে। কোচ স্কালোনি দলে পরিবর্তন এনে কিভাবে এই সংকট সামাল দেবেন, সেটিই এখন দেখার বিষয়।
আর্জেন্টিনার বাছাইপর্বে দারুণ ফর্ম এবং পেরুর দুর্বল অবস্থান সত্ত্বেও, চোট এবং দলে তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি পেরুর বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনাকে চাপে ফেলতে পারে। এই ম্যাচ কেবল আর্জেন্টিনার জন্য নয়, বরং পুরো বাছাইপর্বের গতিপথের দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এসআর
মন্তব্য করুন: