[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৪ ৫:২৩ পিএম

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শক্তিশালী ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে জায়গা পেয়েছেন নতুন ও পুরনো মুখের এক চমৎকার সমন্বয়। তবে ইনজুরির কারণে বাদ পড়তে হয়েছে দলের অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আরেক অলরাউন্ডার অ্যান্ডারসন ফিলিপকে।

সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ২২ নভেম্বর। ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অধিনায়ক ক্রেইগ ব্রাফেট, যিনি নিজস্ব ব্যাটিং পারফরম্যান্স ও নেতৃত্বগুণে দলের জন্য ভরসার প্রতীক হয়ে উঠেছেন।

দলে ফিরলেন গ্রেভস ও সিনক্লেয়ার। দীর্ঘ ১০ মাস পর ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে স্কোয়াডে ফিরেছেন ব্যাটিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। তার ফেরা ক্যারিবীয় পেস আক্রমণে বাড়তি শক্তি যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি, স্কোয়াডে জায়গা করে নিয়েছেন স্পিনার কেভিন সিনক্লেয়ার। দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে থাকা পেসার আলজারি জোসেফ আবারও স্কোয়াডে ফিরে এসেছেন।

এদিকে, স্পিনার গুদাকেশ মোতিব্রাইন চার্লসকে এই সিরিজে স্কোয়াডে রাখা হয়নি। তাদের অনুপস্থিতি দলে প্রভাব ফেলতে পারে, তবে সিনক্লেয়ারকে সুযোগ দেওয়া ক্যারিবীয় স্পিন আক্রমণে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

পেস আক্রমণে বরাবরই শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দল। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সফরে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন পেসার আলজারি জোসেফ। তার সঙ্গে স্কোয়াডে আছেন অভিজ্ঞ পেসার কেমার রোচ, তরুণ জেইডেন সিলস, এবং উদীয়মান প্রতিভা শামার জোসেফ। বাংলাদেশের ব্যাটিং লাইনআপ সামলাতে এই পেস আক্রমণ বেশ চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।

বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের এই স্কোয়াড। তাদের ভারসাম্যপূর্ণ কম্বিনেশনের কারণে বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে। স্পিন এবং পেস উভয় ক্ষেত্রেই তারা শক্তিশালী। পাশাপাশি, গ্রেভস ও সিনক্লেয়ার দলে ফেরায় ব্যাটিং ও বোলিং গভীরতায় নতুন মাত্রা যোগ হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবে উভয় দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ। ওয়েস্ট ইন্ডিজের জন্য এটি হবে ঘরের মাঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ এবং তরুণ প্রতিভাদের সুযোগ করে দেওয়ার আদর্শ সময়। অন্যদিকে, বাংলাদেশ দলে নতুন কোচিং স্টাফের অধীনে নিজেদের কৌশল পরীক্ষার সুযোগ পাবে।

অধিনায়ক ক্রেইগ ব্রাফেট বলেছেন, “বাংলাদেশের বিপক্ষে আমাদের দল খুবই ভারসাম্যপূর্ণ। প্রতিটি খেলোয়াড়ই নিজ নিজ ভূমিকা পালনে প্রস্তুত। আশা করি, আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ উপহার দিতে পারবো।”

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজ দুই দলেরই ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এবার দেখার বিষয়, এই শক্তিশালী ক্যারিবীয় দলকে কীভাবে সামাল দেয় টাইগাররা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর