[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

দেশের হয়ে গ্লোবাল সুপার লিগে প্রতিনিধিত্ব করা অনেক বড় অর্জন: সোহান

এম. এ. রনী

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৪ ৫:০১ পিএম
আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ৫:০৪ পিএম

বাংলাদেশের একটি ফ্র্যাঞ্চাইজি দল গ্লোবাল সুপার লিগে খেলতে পারা সোহানের কাছে দেশের ক্রিকেটের বড় অর্জন হিসেবেই দেখছেন। আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের প্রথম আসর। পাঁচ দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। পুরো টুর্নামেন্টের ১১টি ম্যাচই এই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

 

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি দল বিশ্বমঞ্চে খেলার সুযোগ পাচ্ছে। এমন একটি টুর্নামেন্টে অংশ নেওয়াকে দেশের ক্রিকেটের জন্য বড় সাফল্য হিসেবে দেখছেন নুরুল হাসান সোহান

দুই দলে বিভক্ত হয়ে রংপুরের যাত্রা, টুর্নামেন্টে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে রংপুর। দলের নেতৃত্বে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। দলটি দুই ভাগে গায়ানার উদ্দেশ্যে যাত্রা করবে। অধিনায়কসহ প্রথম বহর আগামীকাল (রোববার) ঢাকা ছাড়বে। যুক্তরাষ্ট্র ও কানাডায় দুই-তিন দিন সফর শেষে তারা বার্বাডোজ হয়ে গায়ানায় পৌঁছাবে। দ্বিতীয় বহর দেশ ছাড়বে ২১ নভেম্বর।

আজ শনিবার শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সোহান জানান, এমন একটি গ্লোবাল টুর্নামেন্টে অংশগ্রহণ বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশাল অর্জন। সোহানের মতে, এই টুর্নামেন্ট বাংলাদেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরার এবং অভিজ্ঞতা অর্জনের অসাধারণ সুযোগ তৈরি করবে।

সংবাদ সম্মেলনে সোহান বলেন, "আমার কাছে মনে হয়, এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ। এমন একটা গ্লোবাল টুর্নামেন্টে অংশ নেওয়া আমাদের জন্য অনেক বড় পাওয়া। বাংলাদেশের হয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে—এটা আমাদের ক্রিকেটের জন্য গর্বের।" তবে শুধু গর্ব নয়, সোহান মনে করেন এটি একটি দায়িত্বও। তিনি বলেন,

"আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা চেষ্টা করবো শতভাগ দিয়ে ভালো কিছু করার। যেন ভবিষ্যতে এমন সুযোগ আরও বেশি আসে এবং বাংলাদেশ ক্রিকেট উন্নতির পথে এগিয়ে যায়।"

সোহান জানান, জাতীয় লিগের ব্যস্ততার মধ্যেও শেষ চারদিন তারা দলগত অনুশীলন করেছেন। গায়ানায় পৌঁছানোর পর আরও তিন-চার দিনের অনুশীলনের সুযোগ পাওয়া যাবে বলে আশাবাদী তিনি।

"আমরা জাতীয় লিগ থেকে সরাসরি আসছি। তবে ওখানে গিয়ে আমরা তিন-চার দিন অনুশীলনের সুযোগ পাবো। আশা করি, পরিস্থিতি অনুযায়ী দ্রুত মানিয়ে নিতে পারবো।"

গায়ানার উইকেটের বিষয়ে সোহান বলেন, "আমি লাস্ট ওয়ানডে সিরিজে ওখানে খেলেছিলাম। গায়ানার উইকেট বাংলাদেশের উইকেটের সঙ্গে কিছুটা মিল রয়েছে। তবে এটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট। এখানে পাঁচটি ভালো মানের দল থাকবে। আমার মনে হয়, আমাদের জন্য এটি একটি বড় শেখার সুযোগ।"

তিনি আরও যোগ করেন, "টি-টোয়েন্টি ক্রিকেটে অভিজ্ঞতা বাড়ানোর জন্য এটি দারুণ একটি প্ল্যাটফর্ম। এ বছর এনসিএল ও বিপিএলের মতো প্রতিযোগিতাগুলোয় খেলার পাশাপাশি গ্লোবাল সুপার লিগ আমাদের খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের বড় সুযোগ এনে দেবে।"

সোহানের মতে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টের অভিজ্ঞতা ভবিষ্যতের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশি খেলোয়াড়দের আত্মবিশ্বাস এবং দক্ষতা বাড়াতে সাহায্য করবে।

"যত বেশি আমরা টি-টোয়েন্টি খেলবো, তত অভিজ্ঞতা অর্জন করবো। আর এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো ভবিষ্যতে আমাদের ক্রিকেটের জন্য দারুণ সহায়ক হবে।"

গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে অংশ নেওয়া পাঁচ দলের মধ্যকার প্রতিযোগিতা ক্রিকেট বিশ্বে নতুন উদ্দীপনা যোগ করবে। বাংলাদেশ থেকে রংপুরের অংশগ্রহণ আন্তর্জাতিক মঞ্চে দেশের ক্রিকেটকে উপস্থাপনের সুযোগ হিসেবে দেখা হচ্ছে। সোহানের নেতৃত্বে দলটি প্রতিযোগিতায় নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেওয়ার প্রত্যাশায় রয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর