.
ইসরায়েলি ফুটবল ক্লাব মাকাবি তেল আবিবের সমর্থকদের অ্যামস্টারডামে আয়াক্সের বিপক্ষে ম্যাচ শেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরে সংঘর্ষে রূপ নেয়। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের ম্যাচে আয়াক্স ৫-০ গোলে মাকাবিকে পরাজিত করার পর জোহান ক্রুইফ এরিনার বাইরে এই হামলার ঘটনা ঘটে।
সংবাদসূত্রে জানা গেছে, কিছু ইসরায়েলি সমর্থক “ফাক ইউ প্যালেস্টাইন” স্লোগান দেওয়ার পাশাপাশি অ্যামস্টারডামের ডাম স্কোয়ারে ফিলিস্তিনি পতাকা পোড়ায় এবং কিছু জায়গায় পতাকা নামিয়ে ফেলে। এছাড়া একটি ট্যাক্সি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, এসব ঘটনার জেরেই মুসলিম ট্যাক্সি চালক এবং ইসরায়েলি সমর্থকদের মধ্যে ছোটখাটো হাতাহাতি হয়।
এ ঘটনার পর নেদারল্যান্ডসের মেয়র ফেমকে হালসেমা ইসরাইলি সমর্থকদের পক্ষ নিয়ে জানান, হামলা চালিয়েছে “প্রো-ফিলিস্তিন সমর্থকদের কিছু দল”। হামলায় আহত পাঁচজন ইসরায়েলি হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি সরকার নেদারল্যান্ডসে প্লেন পাঠিয়ে সমর্থকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনে।
এসআর
মন্তব্য করুন: