[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

.

বোলোনিয়া ম্যাচে না খেলানোয় বিস্মিত ডিবালা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪ ২:২১ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২:৩১ পিএম

.

রোমা কোচের সিদ্ধান্তে বেশ অবাক হয়েছেন পাওলো ডিবালা। কোচ জানান, "ডিবালা বোলোনিয়া ম্যাচে থাকবে না, কারণ তার কিছু অস্বস্তি লাগছিল।" এই ঘোষণার পর থেকেই ডিবালা এবং তার দল বেশ অবাক হয়েছেন বলে জানিয়েছে ইতালির স্পোর্টস দৈনিক গাজ্জেটা ডেলো স্পোর্ট।

ডিবালা ও তার দল জানিয়েছে, তিনি শারীরিকভাবে প্রস্তুত ছিলেন এবং বেলজিয়ামে ইউনিয়ন সেন্ট জিলা ম্যাচেও খেলতে চেয়েছিলেন। শনিবার প্রশিক্ষণের সময় একটি চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল, তবে শুক্রবারের এমআরআই রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি।

ডিবালা এখন ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে এই সিদ্ধান্তের কারণ জানতে অপেক্ষা করছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর