[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৪ ৪:২৭ পিএম

ফাইল ছবি

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারার পর সিরিজ বাঁচানোর জন্য এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। চোটের কারণে অভিজ্ঞ মুশফিকুর রহিম বাইরে থাকায় তার জায়গায় প্রথমবারের মতো ওয়ানডে অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলির। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ম্যাচ, তবে এর আগে তিনি টি-টোয়েন্টি ও টেস্টে অভিষেক করেছেন।

প্রথম ওয়ানডেতে আফগানিস্তান ২৩৫ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল খারাপ। ২ উইকেট হারিয়ে ১২০ রান জমা করার পর আকস্মিকভাবে উইকেট পড়ে যায়। পরবর্তী ২৩ রান তুলতে গিয়ে বাংলাদেশ হারায় বাকি ৮ উইকেট এবং মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে ৯২ রানের বড় ব্যবধানে হারে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর