নির্বাচন কমিশন (ইসি) গঠনে নতুন উদ্যোগের অংশ হিসেবে রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটির কাছে ৫ জনের নাম প্রস্তাব করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এই তালিকা জমা দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র মতে, বিএনপির প্রস্তাবিত তালিকায় সাবেক বিচারপতি, সাবেক আমলা ও সাবেক সেনা কর্মকর্তাসহ একজন নারী প্রার্থী রয়েছেন।
এছাড়া, বুধবার বিকেলে ১২ দলীয় জোটও সার্চ কমিটির কাছে ৫ জনের নাম প্রস্তাব করেছে। তাদের তালিকা মন্ত্রিপরিষদ সচিবের কার্যালয়ে জমা দেওয়া হয়।
জোটের পক্ষে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এই তালিকা জমা দেন।
গত ৩১ অক্টোবর রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন এবং গত ৩ নভেম্বর এই কমিটি থেকে চার দিনের মধ্যে রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনসহ ব্যক্তিগতভাবে নাম প্রস্তাব করতে বলা হয়।
এসআর
মন্তব্য করুন: