[email protected] রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১

দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪ ৩:০৪ পিএম

ফাইল ছবি

সাফ নারী চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রেখে, টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে দেশে ফিরেছেন সাফজয়ী নারী ফুটবলাররা।

।গতকাল সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে পরাজিত করে, ট্রফির গৌরব অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল।

২০২২ সালে নারী ফুটবলে নতুন গল্প রচনা হয়েছিল, আর এবার সেই গল্পের নতুন অধ্যায় লেখা হলো নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। বাংলাদেশের পক্ষে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।

চ্যাম্পিয়ন দলকে সম্মান জানাতে এবারও রাখা হয়েছে বিশেষ ছাদখোলা বাসের সংবর্ধনা। জানা গেছে, দুপুর ২টা ১৫ মিনিটে নেপাল থেকে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল।

আগে থেকেই ছাদখোলা বাসটি বিমানবন্দরে নিয়ে আসা হয়েছিল।

এই বাসেই বাফুফেতে যাবেন সাবিনারা। সেখানে তাদের সঙ্গে দেখা করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, যিনি আগের রাতেই সাফজয়ী নারীদের ফোনে শুভেচ্ছা জানিয়েছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর