[email protected] শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২

মাঠের বাইরে দেশপ্রেমের বার্তা দিলেন মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ৯:২২ পিএম

সংগৃহীত ছবি

ক্রিকেটারদের মূল দায়িত্ব মাঠে পারফরম্যান্স দেখানো হলেও, জনপ্রিয় তারকারা অনেক সময় মাঠের বাইরেও নানা বার্তা পৌঁছে দেন সাধারণ মানুষের কাছে।

সাম্প্রতিক সময়ে এমনই এক ভিন্নধর্মী বিজ্ঞাপনে দেখা গেছে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে। সেখানে দেশপ্রেমের বিষয়টি উপস্থাপন করে তিনি প্রশংসা কুড়িয়েছেন ভক্তদের।

দেশপ্রেম শুধু জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েই প্রকাশ করতে হয়—এমন কোনো নিয়ম নেই। দৈনন্দিন জীবনের ছোট সিদ্ধান্তেও দেশের প্রতি ভালোবাসা ফুটে উঠতে পারে। সেই ভাবনাকে সামনে রেখেই এক ক্যাম্পেইনে সাধারণ একজন নাগরিকের চরিত্রে হাজির হন ‘কাটার মাস্টার’ খ্যাত এই ক্রিকেটার।

একটি সুপারশপে শপিং ট্রলি হাতে দেখা যায় মোস্তাফিজকে। তার বুকে লেখা ‘বাংলাদেশ’, কিন্তু কোথাও নেই তারকা ক্রিকেটারের আভিজাত্য। তিনি যেন প্রতিদিনের জীবনেরই একজন মানুষ। একপর্যায়ে সেনসিটিভ টুথপেস্ট খুঁজতে গিয়ে বিক্রয়কর্মীর কাছে জানতে চান বিদেশি পণ্যের অবস্থান সম্পর্কে।

বিদেশি টুথপেস্ট হাতে নেওয়ার সময় একজন ডেন্টিস্ট তাকে প্রশ্ন করেন—বুকে বাংলাদেশের নাম অথচ হাতে বিদেশি পণ্য কেন? জবাবে মোস্তাফিজ জানতে চান, দেশে কি ভালো মানের সেনসিটিভ টুথপেস্ট নেই? তখন ডেন্টিস্ট দেশীয় প্রতিষ্ঠান স্কয়ারের হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট তুলে ধরেন। কোনো দ্বিধা ছাড়াই সেটিই নিজের ট্রলিতে রাখেন মোস্তাফিজ।

এই দৃশ্যের মাধ্যমেই ক্যাম্পেইনের মূল বার্তাটি স্পষ্ট হয়। মোস্তাফিজ বলেন, মাঠের বাইরেও সাধারণ জীবনযাপনের মধ্য দিয়ে দেশপ্রেম প্রকাশ করা সম্ভব।

ক্রিকেট মাঠে বল হাতে দেশের জন্য লড়াই করেন মোস্তাফিজ। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চাপে রেখে জয় এনে দেন বাংলাদেশকে। তবে দেশের জন্য অবদান রাখার ক্ষেত্র শুধু ক্রিকেট মাঠেই সীমাবদ্ধ নয়—দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমেও দেশের পাশে থাকা যায়। সেই কথাই যেন তুলে ধরলেন এই তারকা পেসার।

মোস্তাফিজুর রহমান বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় বিস্ময়। অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। সম্প্রতি আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়েও একধাপ উন্নতি হয়েছে তার। সেরা দশে থাকা এই পেসার এখন অবস্থান করছেন সপ্তম স্থানে, যার রেটিং পয়েন্ট ৬৬৫।

আইপিএলের আসন্ন আসরের জন্য কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেলেও নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত দলটিতে খেলা হয়নি তার। সেই প্রেক্ষাপটে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তকেও অনেকেই দেশপ্রেমের দৃষ্টান্ত হিসেবে দেখছেন। এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে নীরব থাকাও তার পরিণত মানসিকতারই প্রমাণ।

সব মিলিয়ে মাঠে কিংবা মাঠের বাইরে—মোস্তাফিজুর রহমান বারবারই বুঝিয়ে দিচ্ছেন, তার কাছে অর্থ বা জনপ্রিয়তার চেয়েও দেশ সবার আগে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর