[email protected] শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২

বিশ্বকাপ অনিশ্চয়তার মধ্যেই পাকিস্তান দলের ভ্রমণ প্রস্তুতি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ৪:৪২ পিএম

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আলোচনা ও সংশয় থাকলেও প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল।

স্কোয়াড ঘোষণার পর এবার দলের জন্য আন্তর্জাতিক ভ্রমণের টিকিটও চূড়ান্ত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী সোমবার পাকিস্তান দল শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে রওনা দেবে।

বিশ্বকাপ খেলবে কি না—এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বোর্ড সভাপতি মহসিন নাকভির সিদ্ধান্তই এ ক্ষেত্রে চূড়ান্ত হবে।

টেলিকম এশিয়া স্পোর্টসের তথ্যমতে, টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গে একই ফ্লাইটে লাহোর থেকে কলম্বো যাওয়ার টিকিট বুক করেছে। একই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই বিশ্বকাপ সংক্রান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হতে পারে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে। বাংলাদেশ দল টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঘটনায় সংহতি প্রকাশ করে আপত্তি তোলে পিসিবি।

এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করে এবং বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার প্রস্তাব দেয়। তবে আইসিসি সেই প্রস্তাব গ্রহণ না করায় এবং পরবর্তী সময়ে নিরাপত্তা আশ্বাস দেওয়া হলেও বাংলাদেশ দল ভারতে খেলতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়।

এই প্রেক্ষাপটে পাকিস্তানের অবস্থান নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা, যদিও প্রস্তুতির দিক থেকে দলটি পিছিয়ে নেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের ঘোষিত স্কোয়াড

সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফায় (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর