[email protected] রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১

দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪ ৯:০৮ পিএম
আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ৯:০৮ পিএম

ফাইল ছবি

বাংলাদেশ নারী ফুটবল দল দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

 কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার গৌরব অর্জন করেছেন সাবিনা খাতুনরা।

প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে খেলা জমে ওঠে। ৫২ মিনিটে মনিকা চাকমার গোলে বাংলাদেশ এগিয়ে যায়। তবে নেপাল চার মিনিটের ব্যবধানে আমিশা কার্কির মাধ্যমে সমতা ফেরায়।

এরপর সাবিনা-তহুরারা একের পর এক আক্রমণ চালালেও নেপালের গোলকিপার আনজিলা সুব্বা বেশ কিছু দুর্দান্ত সেভ করে গোল রুখে দেন।

অবশেষে ৮১ মিনিটে বাংলাদেশের ঋতুপর্ণা চাকমার ক্রসের শট নেপালের গোলকিপার ঠেকাতে ব্যর্থ হলে বল জালে ঢুকে যায়, এবং বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

এই লিড শেষ পর্যন্ত ধরে রেখে বাংলাদেশ টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এর আগে ২০২২ সালে একই মাঠে নেপালকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রথমবার সাফ শিরোপা জয় করেছিল।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর